লন্ডনে গ্ৰেপ্তার পিএনবি কেলেংকারির মূল অভিযুক্ত নীরব মোদি

লন্ডনে গ্ৰেপ্তার পিএনবি কেলেংকারির মূল অভিযুক্ত নীরব মোদি

গুয়াহাটিঃ পিএনবি কেলেংকারির মূল অভিযুক্ত পলাতক ভারতীয় ধনকুবের নীরব মোদিকে মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্ৰাল লন্ডন থেকে গ্ৰেপ্তার করা হয়। আজ তাকে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্ৰেট কোর্টে হাজির করানো হবে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সহস্ৰাধিক কোটি টাকা জালিয়াতির ঘটনায় অভিযুক্ত নীরব মোদি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। কোটি কোটি টাকার হীরার ব্যবসাও রয়েছে তার।

মেট্ৰো পলিটান পুলিশের মতে,হলবোর্নে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধ মর্মেই নীরব মোদিকে গ্ৰেপ্তার করা হয় এবং আজ তাকে ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্ৰেট কোর্টে তোলা হচ্ছে।

এর আগে গত ৮ মার্চ মহারাষ্ট্ৰের আলিবাগে থাকা মোদির বাংলোটি প্ৰচুর পরিমাণ বিস্ফোরকের সাহায্যে গুড়িয়ে দেওয়া হয়।

শ্যামবুরাজে যুব ক্ৰান্তি নামে একটি সংস্থার ২০০৯ সালে দাখিল করা এক রিট আবেদনের পর মুম্বই হাইকোর্টের রায়ে মোদির বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় বিস্ফোরক দিয়ে। পঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা জালিয়াতি করে তুলে নেওয়ার প্ৰধান অভিযুক্ত নীরব মোদি। ব্যাংক জালিয়াতির ঘটনায় তাঁর আঙ্কল মেহুল চোকসিও জড়িত রয়েছেন। নীরব মোদিকে ভারতে ফেরানোর প্ৰক্ৰিয়া শীঘ্ৰই শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com