লুইচ বার্জার কেলেংকারি,তদন্তে নামল সিবিআই দল

লুইচ বার্জার কেলেংকারি,তদন্তে নামল সিবিআই দল

গুয়াহাটিঃ বহু কোটি টাকার লুইস বার্জার উৎকোচ কেলেংকারি সম্পর্কে কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর(সিবিআই)একটি দল বৃহস্পতিবার থেকে তদন্তের কাজ শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে সিবিআই দলটি এদিন বেলা ১১.৩০ নাগাদ গুয়াহাটির ভঙাগড় স্থিত জিএমডিএ(গুয়াহাটি মহানাগরিক উন্নয়ন কর্তৃপক্ষ)-এর কার্যালয়ে হাজির হয়ে বেশ কয়েক ঘণ্টা তদন্ত চালায়। সূত্ৰটি জানাচ্ছে,তিন সদস্যের সিবিআই দলের নেতৃত্বে রয়েছেন দুর্নীতি বিরোধী শাখার এসপি রাজীব রঞ্জন। দলটি বর্তমানে গুয়াহাটিতেই অবস্থান করছে। তদন্তকারী সংস্থাটি লুইস বার্জার উৎকোচ কেলেংকারির তদন্ত শুরু করেছিল গত বছরই। গৌহাটি হাইকোর্টের এক রায়ের প্ৰেক্ষিতে এই ঘটনা সংক্ৰান্তে ২০১৭-র ২৭ সেপ্টেম্বর একটি মামলা নথিভুক্ত করে তদন্তে নামে সিবিআই।

২০১৭-র ১ সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্ট আরটিআই কর্মী ভবেন সন্দিকৈর এক জনস্বাস্থ্য মামলার ভিত্তিতে ওই কেলেংকারির তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দেয়। ২০১৫ সালের জুলাইয়ে নিউ জার্সি ভিত্তিক লুইস বার্জার মার্কিন যুক্তরাষ্ট্ৰের একটি কোর্টে স্বীকার করেছে যে অসম এবং গোরায় জল উন্নয়ন প্ৰকল্প সহ বিভিন্ন দেশের সরকারি প্ৰকল্পের কাজ হস্তগত করতে তারা শীর্ষ সরকারি কর্তাদের ঘুষ দিয়েছিল। একথা স্বীকার করার পরই ভবেন সন্দিকৈ কেলেংকারির সিবিআই তদন্তের দাবি জানিয়ে গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন। এরপরই ২০১৭-র ১২ অক্টোবর সিবিআই-র দল প্ৰথমবার গুয়াহাটি আসে। সিবিআই আবেদনকারী ও কিছু সরকারি কর্মকর্তাকে জেরাও করেছিল। কেলেংকারি সম্পর্কে তারা সিআইডির কাছে একটি মামলাও নথিভুক্ত করে। সিবিআই দল বুধবার সন্দিকৈর কাছ থেকে কিছু তথ্যও সংগ্ৰহ করেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com