লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশঃ এবার রাজ্যসভায়

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশঃ এবার রাজ্যসভায়

বিতর্কিত নাগরিকত্ব বিল লোকসভায় পাশ হয়েছে বুধবার। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে চলে আসা নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আইন সংশোধনের এই বিল লোকসভায় পাশ হওয়ার পর বুধবার সেটি উঠতে চলেছে রাজ্যসভায়। বর্তমান রাজ্যসভায় বিলটি নিয়ে বিতর্ক চলছে।

বুধবার সেটি রাজ্যসভায় পাশ হয়ে গেলে ওই তিন দেশ থেকে যে সব হিন্দু ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মূলত অসম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলে এসেছেন, তাঁরা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। কিন্তু বিলে কেন শুধু মাত্র হিন্দুধর্মের মানুষের নাগরিকত্বের অধিকার প্রতিষ্ঠিত হল, সেই প্রশ্নেই উত্তাল বৃহত্তর একটা অংশ।লোকসভায় এই বিল পাশের আগেই কংগ্রেস ওয়াকআউট করে চলে গিয়েছিল৷ কংগ্রেসের দাবি ছিল, বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে৷

সেই দাবি খরিজ হওয়ায় তারা ওয়াকআউট করে৷ একই ভাবে এই বিল নিয়ে সংসদে ও সংসদের বাইরে যে তৃণমূল কংগ্রেসও জোরদার রাজনৈতিক লড়াইয়ে যাবে, তার স্পষ্ট ইঙ্গিত মঙ্গলবার দিল্লিতেই পাওয়া গিয়েছে।দলের সাংসদ সৌগত রায় বিল নিয়ে অত্যন্ত কড়াভাষায় কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “এটা ভোট ব্যাঙ্ক রাজনীতির সবথেকে খারাপ উদাহরণ”। তিনি এটা বাঙালিদের স্বার্থে আঘাত বলে উল্লেখ করেন৷তবে লোকসভায় পাশ হলেও বিলটি রাজ্যসভায় বুধবার পাশ হবে কি না তা নিয়ে সংশয় আছে৷ কারণ, বিরোধীরা মঙ্গলবার রাজ্যসভা চালাতে দেননি৷

বুধবার তাঁরা সকালের দিকে হইচই করে চলতে দেবেন না বলে ঠিক করেছেন৷ তার পর নাগরিকত্ব বিল তাঁরা পাশ করাতে দেবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে৷ কারণ, এখন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থী দল-সহ বিভিন্ন বিজেপি-বিরোধী দলের পাশাপাশি বিজেপির শরিক দল শিবসেনাও এই বিলের বিরোধিতায় নেমেছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com