শিয়াঙে প্ৰবল জলস্ফীতি,অসমে সতর্ক সঙ্কেত জারি

শিয়াঙে প্ৰবল জলস্ফীতি,অসমে সতর্ক সঙ্কেত জারি

ইটানগর,গুয়াহাটিঃ শিয়াং নদীতে অস্বাভাবিক জোয়ারের ফলে অরুণাচল প্ৰদেশের পুব ও আপার শিয়াং জেলার মানুষের মধ্যে প্ৰবল আতঙ্ক দেখা দিয়েছে। ওদিকে অসম সরকারও বৃহস্পতিবার ব্ৰহ্মপুত্ৰের জলপৃষ্ঠ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার প্ৰেক্ষিতে সংশ্লিষ্ট জেলা প্ৰশাসনগুলির প্ৰতি সতর্ক সঙ্কেত জারি করেছে। চিন সাংপো নদীর বাড়তি জল ছাড়ার ফলেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(এএসডিএমএ)এব্যাপারে সতর্কতা জারি করেছে। ‘তবে এনিয়ে আতঙ্কের কোনও কারণ নেই যেহেতু শিয়াঙের জলস্তর ওঠানামা করছে’-জল সম্পদ বিভাগের একটি পদস্থ সূত্ৰ একথা জানিয়েছে।

রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্ৰী কেশব মহন্ত বলেন,রাজ্যের জল সম্পদ বিভাগের কর্মকর্তারা শিয়াঙের জলস্তর পর্যবেক্ষণের জন্য পাশিঘাটে ঘাঁটি গেড়ে বসেছেন। বিভাগীয় কর্মীরা ঘণ্টায় ঘণ্টায় তথ্য সংগ্ৰহ করছেন। ‘আমরা কেন্দ্ৰীয় জলসম্পদ কমিশনের(সিডব্লিউসি)সঙ্গেও ঘন ঘন যোগাযোগ রেখে চলেছি’। এদিকে ডিব্ৰুগড়,ধেমাজি ও মাজুলি জেলা প্ৰশাসন পৃথক বিজ্ঞপ্তি জারি করে এসময়ে জেলা অফিসারদের সদরদপ্তর না ছাড়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডিব্ৰুগড়ে ব্ৰহ্মপুত্ৰের জলস্তর দাঁড়ায় ১০৫.৫০ মিটার। পাশিঘাটে শিয়াঙের জলস্তরের রেকর্ড ছিল ১৫৩-৩৩ মিটার।

ওদিকে চিন সরকারের তরফে ভারতকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে চিনে ভারী বৃষ্টিপাতের জন্য সাংপো নদী ফুলে ফেঁপে উঠেছে। তাই ৯০২০ কিউসেক বাড়তি জল তারা ছেড়েছে। তবে এতে আতঙ্কিত হবার কোনও কারণ নেই বলে চিনের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে এক সরকারি প্ৰতিবেদনে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com