শ্ৰীলংকায় ফের ভ্যানে বিস্ফোরণ,৮৭টি বোমা ডিটোনেটর উদ্ধার

শ্ৰীলংকায় ফের ভ্যানে বিস্ফোরণ,৮৭টি বোমা ডিটোনেটর উদ্ধার

কলম্বোঃ শ্ৰীলংকার রাজধানী শহর কলম্বো ও অন্যান্য স্থানে রবিবারের ধারা বিস্ফোরণের পর সোমবার কলম্বোর একটি গির্জার কাছে একটি ভ্যানে বিস্ফোরণ ঘটে। বিশেষ টাস্কফোর্স(এসটিএফ)এবং শ্ৰীলংকান এয়ারফোর্সের একটি দল বোমা নিষ্ক্ৰিয় করার সময় ভ্যানে বিস্ফোরণ ঘটে। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা এখবর জানিয়েছে।

এদিকে শ্ৰীলংকান পুলিশ কলম্বোর প্ৰধান বাসস্ট্যান্ডে ৮৭টি বোম্ব ডিটোনেটর খুঁজে পেয়েছে। এর আগে রবিবার দ্বীপরাষ্ট্ৰের রাজধানী শহর ও অন্যান্য স্থানে ধারা বিস্ফোরণে ২৯০ জন নিহত এবং অন্যান্য ৫০০ জন আহত হন।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে সাত জন আত্মঘাতী বোমা হামলা সংঘটিত করেছে তারা শ্ৰীলংকারই। আটটি ধারা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে এপর্যন্ত ২৪ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে।

রবিবার বিকেলে কলম্বো বিমান বন্দরের মূল টার্মিনালে যাওয়ার পথে একটি ইমপ্ৰোভাইসড পাইপ বোমা নিষ্ক্ৰিয় করতে সফল হন কর্তৃপক্ষ।

এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্ৰী এইচডি কুমারস্বামী দাবি করেছেন রবিবার প্ৰার্থনা চলাকালে বিস্ফোরণে নিহত ৫ জন ভারতীয়র মধ্যে ৪ জন জেডি(এস)-এর কর্মী।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com