হাফলঙে শ্ৰী শ্ৰী ঠাকুর অনুকূলচন্দ্ৰের জন্মবার্ষিকী উদযাপন

হাফলঙে শ্ৰী শ্ৰী ঠাকুর অনুকূলচন্দ্ৰের জন্মবার্ষিকী উদযাপন

হাফলং: সমাজ ও ধর্মীয় সংস্কারক তথা সৎসঙ্গ-এর প্ৰতিষ্ঠাতা শ্ৰী শ্ৰী ঠাকুর অনুকূলচন্দ্ৰের ১৩১তম জন্মবার্ষিকী রবিবার হাফলঙের সৎসঙ্গ বিহারে ভক্তি,শ্ৰদ্ধার সঙ্গে ধুমধামের সঙ্গে পালিত হয়। সকালে নহবৎ ও উষা কীর্তনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর প্ৰার্থনা,প্ৰণাম,নামজপ ও ঠাকুর অনুকূলচন্দ্ৰের পবিত্ৰ গ্ৰন্থ পাঠ করা হয়।

কর্মসূচি অনু্যায়ী ঠাকুর অনুকূলচন্দ্ৰের প্ৰতিকৃতি নিয়ে বের করা হয় এক বিশাল মিছিল। হাফলং,লোয়ার হাফলং এবং সরকারি বাগান থেকে বহু ভক্ত মিছিলে অংশ নেন। হাফলং সৎসঙ্গ বিহার থেকে মিছিল বের করা হয়। প্ৰধান সড়ক পরিক্ৰমা করে মিছিল হাফলং সরকারি উচ্চতর বালক বিদ্যালয় অবধি যায় এবং ওখান থেকে আবার ফিরে আসে সৎসঙ্গে বিহারে।

এ উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ঠাকুরের জীবন দর্শন ও আদর্শ সম্পর্কে বক্তব্য পেশ করেন বেশকজন বক্তা। ঠাকুরের প্ৰতিষ্ঠিত সৎসঙ্গ বিহারের জনহিতৈষী কাজকর্ম সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন বক্তারা। ঠাকুর অনুকূলচন্দ্ৰের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন,ঠাকুরের পথ অনুসরণ করলে সমাজের হিতই সাধিত হবে। কয়েক হাজার ভক্ত এদিন আনন্দবাজারে ঠাকুরের প্ৰসাদ গ্ৰহণ করেন। উৎসব কমিটির সভাপতি পঙ্কজ কুমার দেব জানান,ঠাকুরের জন্মোৎসবে কাতারে কাতারে মানুষ অংশগ্ৰহণ করেছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com