হিমাকে স্বাগত জানাতে বরঝাড়ে যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্ৰী

হিমাকে স্বাগত জানাতে বরঝাড়ে যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্ৰী

গুয়াহাটিঃ এশিয়ান গেমসে পদক জয়ী অসম তনয়া হিমা দাসকে স্বাগত জানাতে ক্ৰীড়া ও যুব কল্যাণ বিভাগের ডিরেক্টরেট বড় ধরনের অভ্যর্থনা সভার আয়োজন করছে। হিমা আগামিকাল গুয়াহাটি এসে পৌঁছবেন। ওই দিনই শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্ৰে অ্যাথলিট হিমাকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়ে ক্ৰীড়া ও যুব কল্যাণ বিভাগের সঞ্চালক পবিত্ৰরাম খাউন্ড সাংবাদিকদের বলেন,ভারতীয় অ্যাথলিটের নতুন স্প্ৰিন্ট কুইন হিমা শুক্ৰবার দুপুর ১টায় এলজিবিআই বিমান বন্দরে অবতরণ করবেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং ক্ৰীড়া ও যুব কল্যাণ বিভাগের কর্মকর্তারা সোনার মেয়েকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে। আগামিকালই মুখ্যমন্ত্ৰী হিমার হাতে ১.৬০ কোটি টাকা পুরস্কার তুলে দেবেন। উল্লেখ্য,সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পদকের দৌড়ে হ্যাটট্ৰিক করেছেন হিমা।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com