১০৮টি-র মধ্যে ৩৬টিকে উপজাতির স্বীকৃতি দানের প্ৰতিবাদে প্ৰতারণা দিবস চা মজদুর সংঘের

১০৮টি-র মধ্যে ৩৬টিকে উপজাতির স্বীকৃতি দানের প্ৰতিবাদে প্ৰতারণা দিবস চা মজদুর সংঘের

গুয়াহাটিঃ অসমের ছয় জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির স্বীকৃতি দেওয়ার প্ৰস্তাবে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ করেছে অসম চা মজদুর সংঘ(এসিএমএস)।চা মজদুর সংঘের অভি্যোগ,কেন্দ্ৰীয় সরকার রাজ্যের চা জনগোষ্ঠীর মধ্যে ফাটল ধরাতে চাইছে। তাদের বক্তব্য,চা জনগোষ্ঠীর সব সম্প্ৰদায়কে তফশিলি উপজাতি বিলের(এসটি বিল)অন্তর্ভুক্ত করতে হবে।

কেন্দ্ৰ রাজ্যের যে ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দিতে চাইছে তাতে চা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হলেও এতে চা জনগোষ্ঠীর অন্যান্য সম্প্ৰদায়কে ঠাঁই দেওয়া হয়নি। এরই প্ৰতিবাদ চা মজদুর সংঘ বুধবার রাজ্যের চা বাগানগুলিতে ‘প্ৰতারণা দিবস’ পালন করে। আন্দোলনের সময় চা মজদুর সংঘের কর্মী,সমর্থকরা এদিন এই বৈষম্যের প্ৰতিবাদে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও কেন্দ্ৰীয় উপজাতি বিষয়ক দপ্তরের মন্ত্ৰীর কুশপুতুলও পোড়ায়।

দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় অসম চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক রূপেশ গোয়ালা বলেন,কেন্দ্ৰীয় সরকার চা জনগোষ্ঠীর অধিকাংশ সম্প্ৰদায়কে ওই বিলের আওতার বাইরে রাখার বিষয়টি সত্যিই আশ্চর্যের। উল্লেখ্য,জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়া সংক্ৰান্ত বিলটি ইতিমধ্যেই সংসদে পেশ করা হয়েছে। ওই বিলে চা জনগোষ্ঠীর ১০৮টি সম্প্ৰদায়ের মধ্যে মাত্ৰ ৩৬টি সম্প্ৰদায়কে সংরক্ষণের আওতায় আনার প্ৰস্তাব রাখা হয়েছে। কেন্দ্ৰের বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতেই বুধবার চা মজদুর সংঘ এই প্ৰতারণা দিবস পালন করে।

গোয়ালা বলেন,১০৮টি চা সম্প্ৰদায়ের মধ্যে মাত্ৰ ৩৬টিকে বিলে অন্তর্ভুক্ত করে কেন্দ্ৰ পুরো সম্প্ৰদায়ের মধ্যে ফাটল ধরাতে চাইছে। রাজ্যের ১০৮টি চা সম্প্ৰদায়কে ওই বিলে অন্তর্ভুক্ত করার দাবি জানান গোয়ালা। চা মজদুর সংঘের উপসভাপতি রাজু শাহু বলেন,তাইআহোম,মটক,মরান,চুটিয়া ও কোচ রাজবংশী এই পাঁচটি সম্প্ৰদায়কে উপজাতির স্বীকৃতি দানের প্ৰস্তাবের প্ৰতি আমরা সমর্থন জানাচ্ছি। তবে চা জনগোষ্ঠীকে তাদের সঙ্গে তুলনা করা চলে না। কারণ চা জনগোষ্ঠীর সঙ্গে একটা রাজকীয় সম্পর্ক যুক্ত রয়েছে। সেই ব্ৰিটিশ শাসনকালে চা সম্প্ৰদায়ের পূর্বপুরুষদের অসমে আনা হয়েছিল। তখন থেকেই এই সম্প্ৰদায় রাজের অর্থনীতির ক্ষেত্ৰে অবদান রেখে আসছে। অথচ অধিকাংশ চা সম্প্ৰদায়কে বিলের আওতা থেকে বাদ দিয়ে কেন্দ্ৰ তাদের সঙ্গে বঞ্চনা করেছে-বলেন শাহু। ১০৮টি চা সম্প্ৰদায়কে উপজাতির মর্যাদা দেওয়া না হলে অসম চা মজদুর সংঘ আন্দোলনে নামবে-শাহু সতর্ক করে দেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com