১৭ জন এডিসিকে বদলির নির্দেশ এনআরসি-র কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে

১৭ জন এডিসিকে বদলির নির্দেশ এনআরসি-র কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে

গুয়াহাটিঃ রাজ্যে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের কাজ যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে ঠিক সেই সময় দিশপুর কমপক্ষেও ১৭ জন অতিরিক্ত জেলাশাসককে(এডিসি)বদলির নির্দেশ ইস্যু করেছে। এরফলে এনআরসি নবায়নের কাজ কি বাধাপ্ৰস্ত হবে-এমন প্ৰশ্নও উঠতে শুরু করেছে। কারণ,এই সব অতিরিক্ত জেলাশাসকরা নিজেদের সংশ্লিষ্ট জেলায় এনআরসি নবায়নের কাজে ব্যস্ত রয়েছেন। এনআরসি-র দাবি ও ওজর আপত্তি নিয়ে যখন শুনানির গুরুত্বপূর্ণ কাজ শেষ পর্যায়ে এসে ঠেকেছে সেই সময় এই পদস্থ আধিকারিকদের বদলির এহেন নির্দেশ পুরো প্ৰক্ৰিয়াটির ওপর বিরূপ প্ৰভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখযোগ্য যে,নাগরিক পঞ্জির কাজে নিয়োজিত আধিকারিকদের বদলি করা যাবে না। সুপ্ৰিমকোর্ট এই কড়া নির্দেশ দিয়েছিল। কিন্তু কোর্টের ওই নির্দেশের বিপরীতে গিয়ে দিশপুর এমন সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের হয়ে গৃহ ও রাজনৈতিক বিভাগ এনআরসি নবায়নের কাজে তদারকি করছে।

অন্যদিকে পার্সোনেল দপ্তর নির্বাচন কমিশনের সাম্প্ৰতিক নির্দেশিকার পরিপ্ৰেক্ষিতেই এই সব আধিকারিকদের বদলির নির্দেশ ইস্যু করেছে।ভোটের আগে নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে,যে সব সরকারি কর্মী বা অফিসার একই স্থানে টানা তিন বছরের বেশি সময় রয়েছেন তাদের বদলি করতে হবে। তাই নির্বাচন কমিশন একইস্থানে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত অফিসারদের বদলি করার নির্দেশ দিয়েছিল। একদিকে সুপ্ৰিমকোর্ট ও অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশের যাঁতাকলে পড়ে দিশপুর এডিসি পর্যায়ের আধিকারিকদের অন্যত্ৰ বদলি করার সিদ্ধান্ত নিয়ে বসে।

উপরে উল্লিখিত সংশ্লিষ্ট দুটি বিভাগের মধ্যে সমন্বয়ের অভাবে এনআরসির কাজে বাধার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ঘনীভূত হচ্ছে’-বলেছে সূত্ৰটি। এই সব এডিসি-রা যে এনআরসি-র কাজে জড়িত রয়েছেন সে ব্যাপারে পার্সোনেল বিভাগকে বদলির নির্দেশ জারি করার আগে পর্যন্ত কোনও কিছুই জানানো হয়নি।

এদিকে এনআরসি রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা এনআরসি-র সঙ্গে জড়িত ১৭ জন এডিসিকে কোনওভাবেও অব্যাহতি না দিতে জেলাশাসকদের অনুরোধ জানিয়েছেন। ওদিকে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে এনআরসি নবায়নই তাদের এজেন্ডায় সবচেয়ে বেশি অগ্ৰাধিকার দেওয়া হয়েছে। সুপ্ৰিমকোর্টের নির্দেশের বিষয়টি রাজ্য সরকারের মাথায়ই আসেনি। যে ১৭ জন এডিসিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা বিভিন্ন জেলায় এনআরসি-র নোডাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। অতিরিক্ত জেলাশাসকদের বদলির নির্দেশে রীতিমতো হইচই শুরু হয়েছে। ইস্যুটি নিয়ে সুপ্ৰিম কোর্টের নির্দেশ অমান্য করারও অভি্যোগ উঠেছে। বর্তমানে পুরো বিষয়টি পার্সোনেল দপ্তরের নজরে আনা হয়েছে। বিভাগটি এখন ওই নির্দেশ পুনর্বিবেচনা করতে পারে বলে আঁচ করা হচ্ছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com