পঞ্জাবের ১০ জেলায় ২০ বছরের মধ্যে ভূগর্ভের জল শূন্য হয়ে যাবেঃ রিপোর্ট

আগামি ২০ বছরের মধ্যে পঞ্জাবের দশটি জেলায় ভূগর্ভের জল সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। জল সম্পদ মন্ত্ৰকের সেণ্ট্ৰাল গ্ৰাউন্ড ওয়াটার বোর্ডের এক সমীক্ষার রিপোর্টে এই তথ্য প্ৰকাশ করা হয়েছে। ২০১৭ সালে এই রিপোর্টটি প্ৰকাশ করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে যে দশ জেলার ভূগর্ভ জলশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সেগুলির তালিকায় রয়েছে ভাতিন্ডা,হোশিয়ারপুর,জলন্ধর,মোগা,পাঠানকোট এবং পাতিয়ালাও।
সেণ্ট্ৰাল গ্ৰাউন্ড ওয়াটার বোর্ডের এই রিপোর্ট ছাড়াও অন্যান্য জাতীয় ও রাজ্য পর্যায়ের সংস্থাগুলিও অদূর ভবিষ্যতে পঞ্জাবে জলের এই শোচনীয় অবস্থা দেখা দেবে বলে ইঙ্গিত দিয়েছে। এমনটা হলে পরিস্থিতি ভয়ংকর রূপ নেবে। তাই এই গুরুতর সংকেটের মোকাবিলায় এখন থেকেই প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে ৭৯ শতাংশের বেশি সাবসয়েল ওয়াটার রয়েছে। সাবসয়েল ওয়াটার হচ্ছে যা মাটির একটু নিচেই পাওয়া যায়। বর্তমান রিপোর্ট অনু্যায়ী,এই জলস্তর বছরে প্ৰায় ৫১ সেন্টিমিটার করে কমছে। তাই এমনটা যদি চলতে থাকে তাহলে আগামি ২২ বছরের মধ্যে রাজ্যের সব জলাধারগুলি শূন্য হয়ে পড়বে। এর অর্থ দাঁড়াচ্ছে রাজ্য মরুভূমি সদৃশ রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পঞ্জাবের জন্য রীতিমতো অভিশাপ হয়ে দাঁড়াবে। দেশের মধ্যে পঞ্জাব হচ্ছে একটা উৎপাদনশীল রাজ্য। খাদ্যশস্য উৎপাদনে পঞ্জাবের অবদান অপরিসীম। যদি এই সম্ভাবনা সত্যে পরিণত হয়,তাহলে পঞ্জাবকে খাদ্য শস্য উৎপাদনের পরিবর্তে খাদ্য উপভোক্তা রাজ্য হিসেবে রূপান্তরিত করবে।
পঞ্জাবের বিশেষ করে উপরে উল্লিখিত জেলাগুলিতে বর্তমানে টিউবওয়েলে জল পেতে ৩০০ ফুট পর্যন্ত গভীরে পাইপ বসাতে হচ্ছে। এটাই আগামি দিনে ভয়াবহ দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের মাত্ৰ ১৬ শতাংশ এলাকা ভূপৃষ্ঠের জলসংকট থেকে মুক্ত রয়েছে।