সোনা চোরাপাচার করতে গিয়ে কোচি বিমানবন্দরে ধরা পড়লো এক ব্যক্তি

সোনা চোরাপাচার করতে গিয়ে কোচি বিমানবন্দরে ধরা পড়লো এক ব্যক্তি

কেরলের একজন ব্যক্তি তার পরচুলার ভিতর লুকিয়ে ১ কেজি সোনা পাচারের চেষ্টা করলে কোচি বিমানবন্দরে ধরা পড়ে যায়। গত জুলাই মাসে বার্সিলোনা বিমানবন্দরে এক ব্যক্তি তার পরচুলায় প্ৰায় ২৪ লক্ষ টাকা মূল্যের কোকেন লুকিয়ে পাচারের চেষ্টা করার খবর ভাইরাল হয়েছিল। সম্প্ৰতি অনুরূপ ঘটনা প্ৰকাশ্যে আসে। এবারের ঘটনাটি ঘটেছে কোচি বিমান বন্দরে।নৌসাদ নামের লোকটি ওই সোনা পরচুলাই লুকিয়ে পাচারের চেষ্টা করেছিল। নৌসাদ কেরলের মানাপ্পুরমের বাসিন্দা। শুক্ৰবার নৌসাদ শারজা থেকে কেরলে আসছিল। কোচি বিমান বন্দরে সে ধরা পড়ে যায়। পরচুলার ভিতর প্ৰায় ১ কেজি পরিমাণ সোনা লুকিয়ে চোরাই পাচারের চেষ্টা করেছিল সে।

সোনা চোরাপাচারের জন্য বাড়তি ব্যবস্থা নিয়েছিল লোকটি। মাথার বেশ কিছুটা অংশ কামিয়ে নিয়ে পরচুলার ভিতর সোনা রাখার ব্যবস্থা করলেও সফল হতে পারেনি নৌসাদ,ধরা পড়ে যাওয়ায়।

কোচিন শুল্ক বিভাগের কর্মকর্তারা জোর তল্লাশি চালিয়ে নৌসাদের পরচুলায় লুকিয়ে রাখা সোনা উদ্ধার করতে সফল হন। শুল্ক কর্মীরা তদন্ত করছেন।

এটা একটা বিচিত্ৰ ঘটনা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Durga Puja Celebrations from Assam Bhawan in Navi Mumbai

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com