বহু ওসি ও আইও-রা কেস ডায়েরি কোর্টে দাখিল করেন নাঃ অভিযোগ

গুয়াহাটিঃ রাজ্যের বিভিন্ন থানার একাংশ অফিসার ইনচার্জ(ওসি)এবং তদন্তকারী অফিসারের(আইও)মধ্যে সমন্বয়ের অভাব জনগণকে বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্ৰে অস্বীকার করা হচ্ছে। কোনও একটি মামলার তদন্ত সম্পূর্ণ করার পর ওসি এবং তদন্তকারী অফিসারের কেস ডায়েরি এবং চার্জশিট আদালতে দাখিল করা বাধ্যতামূলক। অভিযুক্তের বিচার শুরু করার জন্য এটা প্ৰয়োজন। কিন্তু রাজ্যের বিভিন্ন থানার একাংশ ওসি ও তদন্তকারী অফিসার মামলার তদন্ত সম্পূর্ণ হওয়ার পরও কোর্টে কেস ডায়েরি ও চার্জশিট দাখিল করছেন না। এধরনের তদন্তকারীরা অন্য পথে হাঁটছেন,থানায়ই মামলাগুলোর ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে বলে থানার রেকর্ডে দেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এধরনের মামলাগুলো নিয়ে কোর্টে বিচারের কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
কেস ডায়েরি হচ্ছে প্ৰতিদিনের তদন্ত রেকর্ড। কবে তদন্ত শুরু এবং কখন শেষ হয়েছে এবং তদন্তের সময় কী কী সাক্ষ্যপ্ৰমাণ পাওয়া গেছে তার বিস্তারিত উল্লেখ করা হয় কেস ডায়েরিতে। কেস ডায়েরি হাতে না আসা পর্যন্ত কোর্ট কোনও মামলায় অভি্যুক্তের বিরুদ্ধে তদন্ত প্ৰক্ৰিয়া শুরু করতে পারে না।
একাংশ ওসি এবং তদন্তকারী অফিসার কেস ডায়েরি কোর্টে দাখিল না করার এই অভ্যেস রাজ্যে নতুন কোনও ঘটনা নয়। এমনটা আখছারই হচ্ছে বলে অভি্যোগে প্ৰকাশ। এধরনের মামলাগুলো বরিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নজরে আসায় তাঁরা সময়ে সময়ে ওসি ও তদন্তকারী অফিসারদের সতর্কও করে দিয়েছেন।
তবে যোরহাটের এসপি বৈভব নিমবালকর তদন্তকারী অফিসারদের এজাতীয় ভুল কিভাবে শোধরানো যায় তার কিছু উপায় দেখিয়েছেন। এসপি-র নির্দেশে যোরহাট সদর থানায় মামলার তদন্ত শেষ হওয়ার পরও কেস ডায়েরি কোর্টে দাখিল না করায় ১৪ জন তদন্তকারী অফিসারের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারী এই সব অফিসার এখন তদন্তের আওতায় রয়েছেন। এধরনের মামলা রাজ্যে এটাই প্ৰথম। অন্যান্য পুলিশ অফিসারদের চোখ খুলতেই এধরনের মামলার প্ৰয়োজন ছিল। অভি্যোগে প্ৰকাশ,অধিকাংশ মামলার ক্ষেত্ৰে এমনও দেখা গেছে তদন্তকারী অফিসার কেস ডায়েরি ও চার্জশিট দাখিল তো করেনইনি। এমনকি কখনো কখনো তারা মামলার গুরুত্বপূর্ণ নথি ধ্বংস করে ফেলেন অভিযুক্তকে বাঁচাতে।
একজন পদস্থ পুলিশ আধিকারিক বলেন,মামলার তদন্ত সম্পূর্ণ হওয়ার পর তদন্তকারী অফিসারের কেস ডায়েরি ও চার্জশিট কোর্টে দাখিল করা বাধ্যতামূলক। ‘কিন্তু কখনো কখনো দেখা যায় তদন্ত শেষ হবার ছমাস কিংবা এক বছর পেরিয়ে যাওয়ার পরও তদন্তকারী অফিসার কেস ডায়েরি ও চার্জশিট কোর্টে দাখিল করেন না। এব্যাপারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছি। বর্তমানে যোরহাটের এসপি এই পদক্ষেপ নিয়ে একটা দৃষ্টান্তই রেখেছেন’-বলেন ওই পুলিশ আধিকারিক।
সূত্ৰটির মতে,একাংশ তদন্তকারী অফিসার অভি্যুক্তের সঙ্গে সমঝোতা করে মামলার কেস ডায়েরি ও চার্জশিট কোর্টে দাখিল না করার অভি্যোগ রয়েছে। এরফলে অভিযুক্তের বিরুদ্ধে বিচার শুরু করা যায় না।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ পুরনো শরাইঘাট সেতু সংস্কারে রেলকে এখনও এনওসি ইস্যু করেনি দিশপুর
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Religious procession by Sikh community people arrives in Biswanath Chariali