৩৭১ ধারায় কোনও পরিবর্তন হচ্ছে না,উত্তর পুবের ভয়ের কারণ নেইঃ ডোনার মন্ত্ৰী জিতেন্দার সিং

৩৭১ ধারায় কোনও পরিবর্তন হচ্ছে না,উত্তর পুবের ভয়ের কারণ নেইঃ ডোনার মন্ত্ৰী জিতেন্দার সিং

নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর থেকে সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ কেন্দ্ৰীয় সরকার অপসারণ অথবা অবলুপ্ত করতে পারে বলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষের মধ্যে যে আশঙ্কা জন্মেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়নের দায়িত্বে থাকা(ডোনার)কেন্দ্ৰীয় প্ৰতিমন্ত্ৰী জিতেন্দার সিং আজ উত্তরপূর্বাঞ্চলের জনগণের উদ্দেশে বলেন,৩৭১ ধারা নিয়ে তাঁদের ভয় পাওয়ার কোনই কারণ নেই। উত্তরপুবের জনগণকে আশ্বস্ত করে সিং বলেন,৩৭১ ধারা পাল্টানো অথবা এর অবলুপ্তি ঘটানোর সম্ভাবনা নিছকই গুজব। মন্ত্ৰী এধরনের গুজব সরাসরি উড়িয়ে দিয়ে বলেন,৩৭১ অনুচ্ছেদটি যেমন ছিল তেমনি থাকবে এবং এতে কোনও পরিবর্তন হচ্ছে না।

টুইটারের মাইক্ৰো ব্লগিং সাইটের মাধ্যমে সিং এই বিবৃতি দিয়েছেন। তিনি বলেন ‘৩৭১ অনুচ্ছেদ যেমন ছিল তেমনিই থাকছে। তাই উত্তর পুবের মানুষ জনের ভয় পাওয়ার কোনও কারণ নেই’।

জিতেন্দার সিং আরও বলেন,৩৭০ ধারার সঙ্গে ৩৭১-এর তুলনা টানার কোনও মানে নেই। ৩৭১ ধারা আপসারণের নামে কিছু লোক দেশকে ভুল পথে পরিচালনার চেষ্টা করছে। তিনি বলেন,৩৭১ অনুচ্ছেদ অপসারণ করার কোনও অভিপ্ৰায়ই সরকারের নেই। উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যকে বিশেষ অধিকার দিতেই এই অনুচ্ছেদটি রূপায়ণ করা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭১(জি)অনুচ্ছেদ অনু্যায়ী মিজোদের সিভিল অ্যান্ড ক্ৰিমিনাল ল অফ দ্য ল্যান্ড,জমির মালিকানা স্বত্ব হস্তান্তর এবং সামাজিক আইনি প্ৰক্ৰিয়া সহ ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সংক্ৰান্ত বিষয়ে বিধানসভার সম্মতি ছাড়া সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংসদের নেই।

সংবিধানের ৩৭১(এ)অনুচ্ছেদে বলা হয়েছে নাগাদের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি,সামাজিক আইন ও পদ্ধতি,নাগা সামাজিক আইন আনু্যায়ী অসামরিক ও ফৌজদারি বিদায়ের ক্ষেত্ৰে প্ৰশাসনিক সিদ্ধান্ত গ্ৰহণ,জমির মালিকানা হস্তান্তর এবং সম্পদ ইত্যাদি ক্ষেত্ৰে নাগাল্যান্ড রাজ্যে সংসদের কোনও আইন প্ৰয়োগ করা যাবে না।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AAMSU members across Assam stages 2-hour sit-in | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com