Begin typing your search above and press return to search.
অবশেষে উদ্ধার হলো দীপর বিলে আবদ্ধ হাতি শাবক

গুয়াহাটিঃ মহানগরীর নিকটবর্তী দীপর বিলে আবদ্ধ হয়ে পড়েছিল দলছুট একটি হাতি শাবক। গতকাল রাত থেকে বিলের কচুরিপানার মধ্যে আটকে ছিল শাবকটি। দীর্ঘ সময় চেষ্টার পর আজ হাতি শাবকটি উদ্ধার করে বন বিভাগ ও এনডিআরএফ কর্মীরা। ঘন কচুরিপানায় বিল ছেয়ে যাওয়ায় হাতিটি উদ্ধার করতে কয়েক ঘণ্টা চেষ্টা চালাতে হয় বন কর্মীদের।
বনাঞ্চলে খাদ্যাভাবের জন্য দলের সঙ্গেই খাদ্যের খোঁজে বিল এলাকায় এসেছিল শাবকটি। কিন্তু পরে দলছুট হয়ে বিলের কচুরিপানার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। প্ৰায় তিন বছর বয়সী হাতি শাবকটিকে উদ্ধারের পর রানি বনাঞ্চলের চকর্দো পাহাড়ে ফেরত পাঠানো হয়েছে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে।
Next Story