বিশ্বনাথ ঘাটকে পর্যটক আকর্ষণের কেন্দ্ৰস্থলে উন্নীত করার আশ্বাস হিমন্তের

গুয়াহাটিঃ রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা আজ ঐতিহাসিক স্থান বিশ্বনাথ ঘাটে গিয়ে উপস্থিত হন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্ৰী রিনিকি ভূঞা শর্মা। সস্ত্ৰীক বিশ্বনাথ ঘাটের দেবালয়ে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন তাঁরা। মন্ত্ৰী ড.শর্মার সঙ্গে ছিলেন নব নির্বাচিত সাংসদ পল্লব লোচন দাস ও বিশ্বনাথের বিধায়ক প্ৰমোদ বরঠাকুর। মন্ত্ৰী বিশ্বনাথ ঘাটে উপস্থিত হয়ে পর্যটনের প্ৰচুর সম্ভাবনা থাকা গুপ্তকাশী বিশ্বনাথের সার্বিক বিকাশে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন। একইসঙ্গে বিশ্বনাথ ঘাটের চণ্ডী মন্দিরের কাছ থেকে নদী দ্বীপ উমাটুমনি অবধি ঝুলন্ত সেতু নির্মাণ করে পর্যটক আকর্ষণের কেন্দ্ৰস্থল হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেন হিমন্ত।
অন্যদিকে গুপ্তকাশী বিশ্বনাথ ঘাটের ঐতিহ্যে হুমকি হয়ে দাঁড়ানো নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। অঞ্চলটির বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি গুপ্তকাশী-বিশ্বনাথ ঘাটকে পর্যটন ক্ষেত্ৰ হিসেবে উন্নীত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্ৰহণের আশ্বাস দিয়েছেন মন্ত্ৰী। এরপর মন্দিরে ঈশ্বরের চরণে প্ৰণাম সেরে মন্ত্ৰী বিশ্বনাথের পানি ভড়ালের দগাঁওয়ে শীঘ্ৰই নির্মাণ হতে চলা প্ৰস্তাবিত পুলিশ ছাউনিটি পরিদর্শন করেন শর্মা। তাছাড়া ১৫নং রাষ্ট্ৰীয় সড়কের দুরবস্থা স্বচক্ষে দেখবেন বলে জানান মন্ত্ৰী।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জাপানি এনকেফেলাইটিস রাজ্যে মহামারির রূপ নিতে পারে,সতর্ক করলেন হিমন্ত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Dr Himanta Biswa Sharma Minister of Health today visited the historic Biswanath ghat