রাজ্যে উপনির্বাচনে ৩টি আসন জয়ের লক্ষ্য বিজেপি-র

গুয়াহাটিঃ রাজ্যে আসন্ন চারটি বিধানসভা কেন্দ্ৰের উপনির্বাচনে শাসক দল বিজেপি তিনটি আসনে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। চারটি কেন্দ্ৰে উপ নির্বাচন হচ্ছে আগামি ২১ অক্টোবর।
যে চারটি বিধানসভা কেন্দ্ৰে উপ-নির্বাচন হচ্ছে সেগুলি হলো সোনারি,রাঙাপাড়া,রাতাবাড়ি এবং জনিয়া। সোনারি,রাতাবাড়ি ও রাঙাপাড়া বিধানসভা কেন্দ্ৰে জয়ের ব্যাপারে বিজেপি দৃঢ় আস্থা ব্যক্ত করেছে। তবে জনিয়া কেন্দ্ৰে শাসক দল কতটুকু সুবিধা করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
বেশ কজন বিধায়ক গত এপ্ৰিলের লোকসভা নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার পর তাদের সংশ্লিষ্ট কেন্দ্ৰগুলো ছেড়ে দিতে বাধ্য হন এবং এরই পরিণতিতে ওই আসনগুলো শূন্য হয়ে পড়ে। ফলে এই বিধানসভার এই আসনগুলোতে উপনির্বাচন অনিবার্য হয়ে দাঁড়ায়। সোনারির বিজেপি বিধায়ক তপন কুমার গগৈ যোরহাট লোকসভা আসনে বিজয়ী হয়েছিলেন। ওদিকে রাঙাপাড়ার বিজেপি বিধায়ক পল্লব লোচন দাস তেজপুর লোকসভা আসনে জয়ী হওয়ায় তাঁর আসনটিও খালি হয়। রাতাবাড়ির বিজেপি বিধায়ক কৃপানাথ মাল্লা এবং জনিয়া কেন্দ্ৰের কংগ্ৰেস বিধায়ক আব্দুল খালেক যথাক্ৰমে করিমগঞ্জ ও বরপেটা লোকসভা কেন্দ্ৰ থেকে বিজয়ী হয়েছিলেন।
এদিকে দুর্গা পুজোর জন্য উল্লিখিত কেন্দ্ৰগুলিতে প্ৰচার অভি্যানে গতি আনা এখনও সম্ভব হয়ে ওঠেনি। তবে নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতায় নামা প্ৰার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। উপনির্বাচনের জন্য প্ৰচার অভিযান শুরু হচ্ছে এ সপ্তাহের শেষাশেষি। অগপ এবং বিপিএফ বিজেপি প্ৰার্থীর পক্ষে প্ৰচার চালাবে। এই দুটো দল ভারতীয় জনতা পার্টি(বিজেপি)-র শরিক জোট।
আসন্ন উপনির্বাচন ছাড়াও গুয়াহাটি পুর নিগম(জিএমসি)এবং বিটিসি-র নির্বাচনও এবছরই আয়োজন করা হবে। রাজ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ১০০টি বেশি আসন জয়ে শাসকদল বিজেপির মিশন সফল করার ভিত গড়বে শরিক দলগুলো।
চারটি বিধানসভা কেন্দ্ৰের উপনির্বাচন ২১ অক্টোবর হলেও ভোট গণনা করা হবে ২৪ অক্টোবর।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নুনমাটিতে অবসরপ্ৰাপ্ত এএসটিসি কর্মীর আত্মহত্যার অভিযোগ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Vijaya Dashami celebrations from Tezpur