Begin typing your search above and press return to search.

বক্সিং ট্ৰায়ালে জয়ী মেরিকম,পরাস্ত নিখাত জারিন

বক্সিং ট্ৰায়ালে জয়ী মেরিকম,পরাস্ত নিখাত জারিন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Dec 2019 12:50 PM GMT

গুয়াহাটিঃ নয়াদিল্লিতে শনিবার অনুষ্ঠিত অলিম্পিক কোয়ালিফায়ার মহিলা বক্সিং ট্ৰায়ালে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরিকম মুষ্টিযোদ্ধা নিখাত জারিনকে পরাজিত করেছেন। ৫১ কেজি বিভাগে মণিপুরের বক্সার মেরিকম জারিনের মুখোমুখি হন। আগামি ফেব্ৰুয়ারিতে চিনে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিক কোয়ালিফায়ারে মেরিকম ভারতের হয়ে প্ৰতিনিধিত্ব করবেন।

জারিন এরআগে বুলবোরিয়ার সোফিয়ায় স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টে সোনার পদক জিতেছিলেন। এরপর জ্যোতি গুলিয়াকে হারিয়ে ৫১ কেজি বিভাগে তিনি এগিয়ে যান। এর আগে মেরিকমের বিরুদ্ধে অলিম্পিক সিলেকশন ট্ৰায়াল স্বচ্ছ করার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জারিন।

ইতিপূর্বে জারিন গুয়াহাটিতে থাকাকালে দ্য সেন্টিনেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন,‘নিজের ওপর আমার বিশ্বাস রয়েছে। তাই মেরিকমের বিরুদ্ধে রিঙে মুখোমুখি হতে আমি প্ৰস্তুত এবং ওই লড়াইয়ে সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবো আমি’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শিশুদের সঙ্গে ‘গালি ক্ৰিকেট’ খেললেন বিরাট

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mime Artist & Cotton University Student Ebraham Khalil staged protest against CAA in Guwahati

Next Story
সংবাদ শিরোনাম