সিবিএসই দ্বাদশ শ্ৰেণির পরীক্ষায় গুয়াহাটি রিজিয়নের ফলাফল এবার নিম্নগামী

গুয়াহাটিঃ সেন্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় গুয়াহাটি রিজিয়নের পাসের হার নিম্নতম বলে নথিভুক্ত হয়েছে। বৃহস্পতিবার সারা দেশে সিবিএসই-র দ্বাদশ শ্ৰেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা গেছে,গুয়াহাটি রিজিয়নে পাসের হার ৬৪.৪১ শতাংশ যা গত বছরের তুননায় ৪ শতাংশ কম। গুয়াহাটি রিজিয়নে গত বছর পাসের হার ছিল ৬৮.৩ শতাংশ। সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির সিবিএসই স্বীকৃত স্কুলগুলি গুয়াহাটি রিজিয়নের আওতাধীন।
তিরুবনন্তপুরম,চেন্নাই এবং দিল্লির সিবিএসই আওতাধীন স্কুলগুলির পাসের হার হচ্ছে যথাক্ৰমে ৯৮.২,৯২.৯৩ এবং ৯১.৮৭ শতাংশ। তিরুবনন্তম,চেন্নাই ও দিল্লির সিবিএসই আওতাধীন স্কুলগুলি উত্তীর্ণের তালিকায় শীর্ষে রয়েছে। গুয়াহাটি রিজিয়নে পাসের হার এবার ৪ শতাংশ হ্ৰাস পাওয়ার বিষয়টি খুবই উদ্বেগের। সেইহেতু উত্তর পূর্বাঞ্চলে সিবিএসই স্বীকৃত স্কুলগুলির পাসের হার উন্নত করা খুবই জরুরি হয়ে পড়েছে। সিবিএসই-র একটি সূত্ৰ একথা উল্লেখ করেছে। সূত্ৰটি আরও বলেছে,সিকিম ও অরুণাচল প্ৰদেশে সরকারি এবং সরকারি সাহায্যপ্ৰাপ্ত সিবিএসই স্কুলগুলির পারফরম্যান্স খুবই দুর্বল,যার দরুন এই রিজিয়নে পাসের হার হ্ৰাস পেয়েছে। সিবিএসই কার্যালয় থেকে বার বার নির্দেশিকা জারি করার পরও ওই দুই রাজ্যের ফলাফলে কোনও উন্নতির লক্ষণ দেখা যায়নি। ন্যূনতম পরিকাঠামো,সু্যোগ সুবিধা এবং সর্বোপরি ভাল শিক্ষকের অভাবে এই দুই রাজ্যের স্কুলগুলির উত্তীর্ণের হার হ্ৰাস পাওয়ার প্ৰধান কারণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে গুয়াহাটির পানবাজার স্থিত সিবিএসই স্বীকৃত ডনবসকো হাইস্কুলের ছাত্ৰরা ভালই ফল করেছে। এই স্কুলের ২৩৭ জন ছাত্ৰ ১২ ক্লাসের পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে ১০৫ জন ৯০,৮৫ এবং ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন সব বিষয়ে।