গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শুক্ৰবার জনতা ভবনের কনফারেন্স হলে জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বিভাগটিকে নদীবাঁধগুলি অবিলম্বে মেরামত করার জন্য নির্দেশ দেন তিনি।
বিভাগটির শীর্ষ কর্তাদের তিনটি ইউনিট গঠন করে উজান,নিম্ন অসম ও বরাক উপত্যকায় নদীবাঁধগুলি পর্যবেক্ষণ করে মেরামত করার পাশাপাশি কণ্ট্ৰোল রুম স্থাপনেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। বন্যার সময় ক্ষতিগ্ৰস্ত মানুষ যাতে খাদ্য ও অন্যান্য সামগ্ৰী সাহায্য পান তার জন্য ওই সব পণ্য সামগ্ৰী মজুত রাখারও এদিন নির্দেশ দিয়েছেন সোনোয়াল।