কেভেনটারসের দুধ পানের যোগ্য নয়ঃ রায় দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লিঃ কেভেনটারসের দুগ্ধ জাতীয় সামগ্ৰী ও সেকসের প্ৰচণ্ড চাহিদা রয়েছে গ্ৰাহকদের মধ্যে। কিন্তু দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি এই ব্ৰ্যান্ডের সামগ্ৰীর বিরুদ্ধে বিরূপ রায় দেওয়ায় একজন গ্ৰাহক এজাতীয় দুধ খাওয়ার ব্যাপারে আরও একবার ভাবতে বাধ্য হবেন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি জেআর মিধা একজন লাইসেন্সধারীর বিরুদ্ধে কেভেনটারসের দাখিল করা একটি মামলার শুনানিকালে সম্প্ৰতি সরাসরি মন্তব্য করেছেন। ‘এই ব্ৰ্যান্ডের দুধ আর বেশিদিন ব্যবহারের যোগ্য থাকছে না। কেভেনটারস তাদের একজন লাইসেন্সধারী কোম্পানির নাম ভাড়িয়ে নিম্ন মানের দুধ বিক্ৰি করার বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। ওই মামলার রায় দিতে গিয়েই বিচারপতি মিধা এমন মন্তব্য করেন। রায়ে বলা হয়েছে,লাইসেন্সধারীদের দোষারোপ করার আগে কেভেনটারসকে তাদের উৎপাদিত সামগ্ৰীর গুণগত মান পরীক্ষা দেখা করে দেখা উচিত। সুপার মিল্ক প্ৰোডাক্টস লিমিটেডের দুগ্ধ জাতীয় সামগ্ৰীর একটা ব্ৰ্যান্ড হচ্ছে কেভেনটারস। ২০১৫ সালে এই ব্ৰ্যান্ড ফের বাজারে ছাড়া হয়। এরআগে ১৯৭০ সালে এই প্ৰোডাক্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।
কেভেনটারসের উৎপাদিত এই সামগ্ৰী সম্পর্কে পূর্বের অভিজ্ঞতা শেয়ার করে বিচারপতি বলেন,এই সামগ্ৰীর গুণগত মান আগেও তেমন সন্তোষজনক ছিল না। কিন্তু এখন এই ব্ৰ্যান্ডে আগের গুণগত মানটুকু পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দোকানে বিক্ৰি হওয়া এই ব্ৰ্যান্ডের দুধের গুণগত মান একই পাওয়া গেছে বলে বিচারপতি রায়ে উল্লেখ করেছেন। বিচারপতি মিধা আরও বলেছেন,আপনাদের প্ৰোডাক্ট খাদ্যের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আপনারা নিজেদের প্ৰডাক্টের মান উন্নত করার চেষ্টা করুন-বলেছেন বিচারপতি।
তবে কোর্ট ফ্ৰেঞ্চসাইজির বিরুদ্ধে কোনও অন্তর্বর্তী ইনজ্যাংশন জারি করতে অস্বীকার করে উভয় পক্ষকে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। এধরনের দুধ বিক্ৰিতে কোনও রকম নিষেধাজ্ঞাও চাপায়নি কোর্ট।