নয়াদিল্লিঃ লোকসভা নির্বাচনের পর সংসদের প্ৰথম অধিবেশন আগামি ৬ জুন থেকে বসতে পারে। অধিবেশন চলবে ১৫ জুন অবধি। এখানে তথ্যাভিজ্ঞ মহল সূত্ৰ এখবর জানিয়েছেন। নব নির্বাচিত সাংসদদের শপথ গ্ৰহণের মাধ্যমে ১৭তম লোকসভার অধিবেশন শুরু হবে।
Begin typing your search above and press return to search.