জেট এয়ারওয়েজের প্ৰমোটার নরেশ গোয়েলকে ১৮ হাজার কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিয়ে বিদেশ যাওয়ার নির্দেশ কোর্টের

জেট এয়ারওয়েজের প্ৰমোটার নরেশ গোয়েলকে ১৮ হাজার কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি দিয়ে বিদেশ যাওয়ার নির্দেশ কোর্টের

নয়াদিল্লিঃ দিল্লি হাইকোর্ট জেট এয়ারওয়েজের প্ৰমোটার নরেশ গোয়েলকে দেশের বাইরে যাওয়ার আগে ১৮,০০০ কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দাখিল করতে বলেছে। জেট এয়ারওয়েজ পুনরুজ্জীবিত করার জন্য তহবিল সংগ্ৰহের উদ্দেশ্যে গোয়েল দুবাই সফরে যাওয়ার সদিচ্ছা ব্যক্ত করে সম্প্ৰতি আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোর্ট এই উদ্যোগীর বিদেশ সফর আটকে দেয় ১৮ হাজার কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দাখিল করার নির্দেশ দিয়ে। এয়ারলাইন্সের কাজের জন্যই নরেশ গোয়েল দুবাই যেতে চান উল্লেখ করে আদালতের কাছে আবেদনটি জানিয়েছিলেন। কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইট গোয়েলের ওই প্ৰস্তাব উড়িয়ে দেন। বিচারপতি কাইট বলেন,‘আপনি যদি ১৮ হাজার কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দিতে প্ৰস্তুত,তাহলে আপনি অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন’।

খবরে প্ৰকাশ,গোয়েল এবং তাঁর স্ত্ৰী অনিতা গত ২৫ মে তারিখে দুবাই যেতে মনস্থ করেছিলেন কিন্তু সে যাত্ৰায় তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এরপরই গোয়েল ‘লুক আউট সার্কুলারটি’র বিরুদ্ধে চ্যালেঞ্জ জানান যা তাঁর বিদেশ সফর রুখতে ইস্যু করা হয়েছিল। গোয়েলের বিরুদ্ধে এই বিধিনিষেধ আরোপের ব্যাপারে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে তাঁর কৌশুলি তথা বরিষ্ঠ আইনজীবী মনিন্দর সিং তাঁর মক্কেলের পক্ষে ওকালতি করে বলেন,লুক আউট সার্কুলার(এলওসি)নিয়ে কোনও সমনও জারি করা হয়নি। তাঁর মক্কেল গোয়েল কোনও মামলায় অভিযুক্ত নন,এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর অথবা অভিযোগও দায়ের করেনি। এই পরিপ্ৰেক্ষিতে প্ৰমোটার গোয়েলের বিদেশ সফরে বাগড়া দেওয়ার কোনও যুক্তি নেই।

গোয়েলের বিরুদ্ধে প্ৰতিবন্ধকতা আরোপের ব্যাপারে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে তাঁর কৌঁশুলি এবং বরিষ্ঠ আইনজীবী মনিন্দার সিং গোয়েলের পক্ষে সাফাই গেয়ে বলেন,লুক আউট সার্কুলার(এলওসি)সম্পর্কে কোনও সমনও জারি করা হয়নি।

তিনি আরও বলেন,তাঁর মক্কেল গোয়েল কোনও ধরনের মামলার অভিযুক্ত নন। ইডি গোয়েলের বিরুদ্ধে কোন এফআইআর অথবা অভিযোগ নামাও দাখিল করেনি। এই পরিপ্ৰেক্ষিতে প্ৰমোটার গোয়েলের বিদেশ সফর আটকে দেওয়া মোটেই যুক্তি সঙ্গত নয়। সিং আরও উল্লেখ করেন,তদন্ত এড়াতে গোয়েল কোনও ধরনের চেষ্টা করার কোনও প্ৰমাণ বা তথ্য নেই।অধিকস্তু গোয়েল যখন একজন অনাবাসী ভারতীয়(এনআরআই)সেইহেতু নির্দিষ্ট কিছু সময়ে তাঁর বিদেশ যাওয়াটা প্ৰয়োজন হয়ে পড়ে। ওই পিটিশনে আবেদনকারী উল্লেখ করেছেন,কোনও ধরনের ভিত্তি ছাড়াই তার ওপর লুক আউট সার্কুলার(এলওসি)চাপানো হয়েছে।

আবেদনকারী আরও উল্লেখ করেছেন এভাবে তাঁর ওপর এলওসি আরোপ করাটা আইনি দিক থেকে ভাল কাজ হয়নি এবং এটা সংবিধানের ১৪ ও ২১ ধারা লঙ্ঘনেরই শামিল।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com