নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল না করা পর্যন্ত আমি দাড়ি কাটছি নাঃ জুবিন

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল না করা পর্যন্ত আমি দাড়ি কাটছি নাঃ জুবিন

‘নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)বাতিল না হওয়া পর্যন্ত আমি দাড়ি কাটবো না’- যুব প্ৰজন্মের হার্টথ্ৰব জুবিন গার্গ বলেছেন একথা। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যে অব্যাহত রয়েছে প্ৰতিবাদ আন্দোলন। রাজ্যের বিভিন্ন দল,সংগঠন,কলা কুশলী,শিল্পী সমাজ অংশগ্ৰহণ করেছেন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গোড়া থেকেই আন্দোলন করে আসছেন জুবিন। জনপ্ৰিয় কন্ঠশিল্পী জুবিন আজ সংবাদ মাধ্যমকে বলেন,নাগরিকত্ব সংশোধনী আইন যতদিন না বাতিল হচ্ছে ততদিন দাড়ি কাটবেন না তিনি।

জুবিন বলেন,‘দাড়িগুলোর রং পাল্টাতে শুরু হয়েছে,বয়স হচ্ছে তো এবং এখন আমি ক্যার বিরুদ্ধে আন্দোলন করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল হলেই দাড়ি কাটবো’। তিনি জনগণকে একজোট থাকার আহ্বান জানিয়ে বলেন,মানুষের ভাবনাকে টাকা পয়সায় কেনা যায় না। জুবিন এর আগেও আইনটি সম্পর্কে বলেছিলেন তিনি মরে যাবেন তবুও ওই আইন মেনে নেবেন না।

গুয়াহাটির চানমারিতে এক বিরোধ প্ৰদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্ৰ ও বিজেপি নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন,অসমের মানুষের দুঃখ সরকারের বোঝা উচিত।

জুবিন আরও বলেন,‘আমি মরে যাবো কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন মেনে নেবো না। সরকার অসমের জনগণের দুঃখ বোঝার বদলে শিশুদের মারছে’।

নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর মাধ্যমে পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এদেশে আসা হিন্দু,বৌদ্ধ,শিখ,খ্ৰিস্টান,জৈন,পার্শিদের ভারতীয় নাগরিকত্ব দিতে চাওয়া হয়েছে,যার ভিত্তি বছর নির্ধারণ করা হয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister of State for Education Smt. Vibhavariben Dave addresses Academia in Guwahati.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com