Begin typing your search above and press return to search.

গঙ্গায় মূর্তি বিসর্জন করলে ৫০ হাজার টাকা জরিমানা,নির্দেশ কেন্দ্ৰের

গঙ্গায় মূর্তি বিসর্জন করলে ৫০ হাজার টাকা জরিমানা,নির্দেশ কেন্দ্ৰের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Oct 2019 10:13 AM GMT

গঙ্গা নদীতে মূর্তি বিসর্জন দিলে গুনতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। এই বিধি নিষেধ চাপিয়েছে কেন্দ্ৰ। দুর্গাপুজোর সময় গঙ্গায় মূর্তি বিসর্জন করা যাবে না। রাজ্য সরকারকে দেওয়া কেন্দ্ৰের এই নির্দেশে গঙ্গার অন্যান্য শাখা নদীতেও মূর্তি বিসর্জন দেওয়ায় প্ৰতিবন্ধকতা আরোপ করা হয়েছে। কেন্দ্ৰ নদীর ঘাটে মূর্তি বিসর্জনের ক্ষেত্ৰে ৫০ হাজার টাকা জরিমানা চাপিয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্ৰকল্পের অধীনে।

তথ্য অনু্যায়ী সবচেয়ে বেশি মূর্তি বিসর্জন দেওয়া হয় দুর্গাপুজো,বিশ্বকর্মা,ছট ও গণেশ চতুর্থী পুজোর সময়। যার দরুন নদীর জল ভয়ংকরভাবে দূষিত হয়।

২০১৪ সালের জুনে কেন্দ্ৰীয় সরকার নমামী গঙ্গা প্ৰকল্প ২০০০০ কোটি টাকায় শুরু করেছিল। এই প্ৰকল্প হাতে নেওয়া হয়েছিল রাষ্ট্ৰীয় নদীকে দূষণ মুক্ত ও সংরক্ষণ করার লক্ষ্যে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমের ঐতিহ্যপূর্ণ মেখেলা চাদরে শোভিত নয়ডার দুর্গা প্ৰতিমা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Maha Saptami Puja from Kokrajhar

Next Story
সংবাদ শিরোনাম