গঙ্গায় মূর্তি বিসর্জন করলে ৫০ হাজার টাকা জরিমানা,নির্দেশ কেন্দ্ৰের

গঙ্গায় মূর্তি বিসর্জন করলে ৫০ হাজার টাকা জরিমানা,নির্দেশ কেন্দ্ৰের

গঙ্গা নদীতে মূর্তি বিসর্জন দিলে গুনতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। এই বিধি নিষেধ চাপিয়েছে কেন্দ্ৰ। দুর্গাপুজোর সময় গঙ্গায় মূর্তি বিসর্জন করা যাবে না। রাজ্য সরকারকে দেওয়া কেন্দ্ৰের এই নির্দেশে গঙ্গার অন্যান্য শাখা নদীতেও মূর্তি বিসর্জন দেওয়ায় প্ৰতিবন্ধকতা আরোপ করা হয়েছে। কেন্দ্ৰ নদীর ঘাটে মূর্তি বিসর্জনের ক্ষেত্ৰে ৫০ হাজার টাকা জরিমানা চাপিয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্ৰকল্পের অধীনে।

তথ্য অনু্যায়ী সবচেয়ে বেশি মূর্তি বিসর্জন দেওয়া হয় দুর্গাপুজো,বিশ্বকর্মা,ছট ও গণেশ চতুর্থী পুজোর সময়। যার দরুন নদীর জল ভয়ংকরভাবে দূষিত হয়।

২০১৪ সালের জুনে কেন্দ্ৰীয় সরকার নমামী গঙ্গা প্ৰকল্প ২০০০০ কোটি টাকায় শুরু করেছিল। এই প্ৰকল্প হাতে নেওয়া হয়েছিল রাষ্ট্ৰীয় নদীকে দূষণ মুক্ত ও সংরক্ষণ করার লক্ষ্যে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Maha Saptami Puja from Kokrajhar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com