হোটেল শূলিন গ্ৰ্যান্ডের লিকার লাইসেন্স বাতিল

হোটেল শূলিন গ্ৰ্যান্ডের লিকার লাইসেন্স বাতিল

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটির প্ৰথম সারির একটি হোটেল শূলিন গ্ৰ্যান্ডের লিকার(মদ)লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। কামরূপের(মেট্ৰো)জেলাশাসক বিশ্বজিৎ পেগু ১০ জুন এই হোটেলের লিকার লাইসেন্স বাতিল করার নির্দেশ দেন।

গুয়াহাটির রুক্মিণীগাঁওয়ে জিএস রোডে রয়েছে এই বিলাসী হোটেলটি। এই হোটেলের শীর্ষ তলায় থাকা(দ্য ভু)রেস্তোরাঁর কর্মীরা একটি পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল। হোটেলে থাকা সিসিটিভি ক্যামেরায় হোটেল কর্মীর দুর্ব্যবহার সহ গোটা ঘটনাটি আটকা পড়ে। ক্যামেরার ছবি থেকে হোটেল কর্মীদের দোষ প্ৰমাণিত হয়। কামরূপের(মেট্ৰো)জেলাশাসক বিষয়টিতে হস্তক্ষেপ করে হোটেল শূলিন গ্ৰ্যান্ডের লিকার লাইসেন্স বাতিল করার পদক্ষেপ নেন। হোটেলের লিকার লাইসেন্স বাতিল করার কারণ নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

কিছু শর্তের ভিত্তিতে এই হোটেলকে লিকার লাইসেন্স দেওয়া হয়েছিল। শর্তে বলা হয়েছিল হোটেলে থাকা লোকদেরই মদ সার্ভ করা যাবে। কিন্তু হোটেলের শীর্ষ তলায় রেস্তোরাঁয় মদ পরিবেশন করে হোটেলটি বেঁধে দেওয়া শর্ত ও নিয়ম লঙ্ঘন করেছে। বিল্ডিঙের শীর্ষ তলার রেস্তোরাঁয় মদ পরিবেশনের বিষয়টি বেআইনি। লাইসেন্সের শর্ত লঙ্ঘনের জন্যই প্ৰশাসন এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

হোটেলকে শো কজ করার একটা সু্যোগও দেওয়া হয়েছিল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ তার জবাব সঠিকভাবে তুলে ধরতে পারেননি। হোটেল কর্তৃপক্ষের ওই জবাবে সন্তুষ্ট হতে পারেননি জেলাশাসক। লিকার লাইসেন্স বাতিল হওয়ায় হোটেলটির ব্যবসা যথেষ্ট ধাক্কা খাবে। কারণ লিকার পরিবেশনের মাধ্যমে হোটেলটি মোটা অঙ্কের রাজস্ব সংগ্ৰহ করতো।

ব্যানকায়েট হল,কনফারেন্স রুম,সুসজ্জিত জিম,শীর্ষ তলায় রেস্তোরাঁ,ইউনিসেক্স স্যালুন এবং স্পা,সুইমিং পুল,বেবি কেয়ার রুম সহ বিভিন্ন ধরনের বিলাসবহুল ব্যবস্থা এই হোটেলে একই ছাদের নিচে রয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com