কলকাতায় জলের নিচে জাদু দেখাতে গিয়ে আর ফিরলেন না জাদুকর

কলকাতাঃ জাদুই জীবন কেড়ে নিল কলকাতার ৪০ বছর বয়সী জাদুকর চঞ্চল লাহিড়ির। তাঁর মৃতদেহ অবশেষে গঙ্গার বুক থেকে উদ্ধার করেছে পুলিশ। হাত,পা ও কোমর লোহার শেকল ও দড়ি দিয়ে শক্ত করে বেঁধে জাদুর চমক দেখাতে রবিবার গঙ্গায় জলের তলায় নেমেছিলেন তিনি। হাওড়ায় রবীন্দ্ৰ সেতুর কাছে জাদু দেখানোর সময় উপস্থিত দর্শকদের তিনি বলেছিলেন,পুরো শরীর বেঁধে নিয়ে তিনি জলের গভীরে নামছেন,তবে ফিরবেন সম্পূর্ণ বাঁধন মুক্ত হয়। লাহিড়ি এটাও বলেছিলেন যদি তিনি ভালয় ভালয় ফিরে আসেন তাহলে সেটা হবে ইন্দ্ৰজাল। আর অগত্যা যদি না ফেরেন তাহলে এর পরিণাম হবে বিষাদের। রোমাঞ্চকর এই জাদু দেখাতে লাহিড়ি নির্দ্বিধায় গঙ্গার বুকে নামলেন ঠিকই কিন্তু ফিরে এলেন না। জাদু দেখতে উপস্থিত দর্শকরা একরাশ উৎকন্ঠা নিয়ে জাদুকরের বাঁধন মুক্ত হয়ে ফেরার প্ৰতীক্ষা করছিলেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তাঁর ফেরার কোনও আশা দেখা গেল না। উপস্থিত জনতা পুলিশে খবর দেন। পুলিশ এসে নদীর বুকে জাদুকরের খোঁজে নামে। অবশেষে শেকল ও দড়ি বাধা অবস্থায়ই তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। খেলা দেখানোর সময় জাদুকরের পরিধানে ছিল হলুদ ও লাল রঙের পোশাক। এখানে উল্লেখ করা যেতে পারে ২১ বছর আগে এই একই খেলা দেখিয়ে তিনি সফল জাদুকরের স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন,বাঁধন মুক্ত হয়ে জলের উপরে অবলীলায় উঠে এসে। সেবার জলের তলা থেকে শৃঙ্খল মুক্ত হয়ে উঠে আসতে সময় নিয়েছিলেন মাত্ৰ ২৯ সেকেন্ড। কিন্তু এবার তা হলো না। জীবন যুদ্ধের লড়াইয়ে হেরে গেলেন জাদুকর চঞ্চল লাহিড়ি।
কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান জাদুকর লাহিড়ির শব বাঁধা অবস্থায়ই নদীর বুক থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর হাত এবং পা যেমন বাঁধা ছিল তেমন রয়েছে। লোহার শেকলের বেড়িও রয়েছে একইভাবে।
জাদুকর লাহিড়ি জলে নামার পর উৎসুক দর্শকরা ভেবেছিলেন যেকোনও সময়ই বাঁধন ছিড়ে তিনি জলের উপর উঠে আসবেন। কিন্তু বিধাতার নির্মম পরিহাস বোঝা দায়। লাহিড়ি জলে নামলেন ঠিকই কিন্তু জ্যান্ত ফিরে এলেন না।
কলকাতায় ‘জাদুকর ম্যানড্ৰেক’ নামেই তিনি জনপ্ৰিয় ছিলেন। এই জাদু প্ৰদর্শনের সময় লাহিড়ির দেহ বাধা অবস্থায় ক্ৰেনের মাধ্যমে একটি নৌকো থেকে তুলে নদীর বুকে নামানো হয়। জলের নিচে বাঁধন মুক্ত হয়ে তিনি ফিরবেন এই চ্যালেঞ্জই জাদুকর লাহিড়িকে মৃত্যুর কোলে ঠেলে দিল।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জলের নিচে জাদু দেখাতে গিয়ে গঙ্গায় নিখোঁজ কলকাতার জাদুকর