রাজ্যে আরও ৪০০টি ফরেনার্স ট্ৰাইবুনাল স্থাপনে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের অনুমোদন

রাজ্যে আরও ৪০০টি ফরেনার্স ট্ৰাইবুনাল স্থাপনে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের অনুমোদন

গুয়াহাটিঃ অতিরিক্ত ৬৪টি বিদেশি ট্ৰাইবুনালের(এফটি)প্ৰতিটির মেয়াদ আরও দুবছর বৃদ্ধি করা ছাড়াও স্বরাষ্ট্ৰমন্ত্ৰক অসমে আরও ৪০০টি ফরেনার্স ট্ৰাইবুনাল(এফটি)স্থাপনের অনুমোদন জানিয়েছে। এই ৪০০টি সহ রাজ্যে ফরেনার্স ট্ৰাইবুনালের সংখ্যা বেড়ে ৫০০টিতে দাঁড়াবে। বর্তমানে রাজ্যে ৩৬টি স্থায়ী এবং ৬৪টি অতিরিক্ত ফরেনার্স ট্ৰাইবুনাল রয়েছে। ৬৪টি অতিরিক্ত ট্ৰাইবুনালের মেয়াদ এবছর ২৩ মে শেষ হবার কথা ছিল। তবে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক মেয়াদ বৃদ্ধি করায় সেগুলো আবার নতুন করে কর্মক্ষমতা ফিরে পাচ্ছে। গৌহাটি হাইকোর্টের এক নির্দেশের প্ৰেক্ষিতেই ৬৪টি অতিরিক্ত ফরেনার্স ট্ৰাইবুনাল স্থাপন করা হয়েছিল। বর্তমানে রাজ্যে থাকা ১০০টি ট্ৰাইবুনালে প্ৰায় দুলক্ষের মতো মামলা ঝুলছে।

সূত্ৰটির মতে,অসমে আরও ফরেনার্স ট্ৰাইবুনাল গঠন অনিবার্য হয়ে পড়েছে সম্পূর্ণ এনআরসি প্ৰকাশের পরবর্তী পরিস্থিতির মোকাবিলায়। কারণ সম্পূর্ণ এনআরসি প্ৰকাশের পর সন্দেহভাজন নাগরিকদের নাম উঠে আসবে। তাই সন্দেহভাজন নাগরিকদের মামলাগুলি যাতে দীর্ঘদিন ঝুলে না থাকে তার নিষ্পত্তির জন্যই অতিরিক্ত ফরেনার্স ট্ৰাইবুনালের প্ৰয়োজন দেখা দেবে। সন্দেহভাজন নাগরিকদের মামলাগুলি নিশ্চিত করবে এই সব ট্ৰাইবুনাল।

এনআরসি উত্তর পরিস্থিতির কথা বিবেচনা করেই রাজ্যে ১০০০টি বিদেশি ট্ৰাইবুনাল স্থাপনের জন্য দিশপুর স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে প্ৰস্তাব পাঠিয়েছিল যাতে এনআরসি প্ৰকাশের পরবর্তী সময়ে ব্যাপক সংখ্যক সন্দেহভাজন নাগরিকের মামলাগুলি নিষ্পত্তি করা যায়।

সূত্ৰটির মতে,দিশপুর অনুমোদিত ৪০০টি ফরেনার্স ট্ৰাইবুনালের মধ্যে দুশোটি এবছরই আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে স্থাপনের চেষ্টা করছে। বাকি দুশোটি স্থাপন করা হবে বছর শেষে অথবা ২০২০-র গোড়াতে। অতিরিক্ত ফরেনার্স ট্ৰাইবুনাল স্থাপনের খরচ বহন করবে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক। উল্লেখ্য, রাজ্য চূড়ান্ত এনআরসি প্ৰকাশ করা হবে আগামি ৩১ জুলাই।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com