উপর্যুপরি দ্বিতীয়বার প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন নরেন্দ্ৰ দামোদর দাস মোদি

উপর্যুপরি দ্বিতীয়বার প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন নরেন্দ্ৰ দামোদর দাস মোদি

নয়াদিল্লিঃ নরেন্দ্ৰ দামোদর দাস মোদি বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্ৰপতি ভবনের বিশাল লনে আয়োজিত অনুষ্ঠানে উপর্যুপরি দ্বিতীয়বার ভারতের প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন। এরপর রাজনাথ সিং,অমিত শাহ,নীতিন গাড়করি,সদানন্দ গৌরা,নির্মলা সীতারামন,রামবিলাস পাসোয়ান,নরেন্দ্ৰ সিং তোমার,রবিশঙ্কর প্ৰসাদ,হরসিমরত কৌর বাদল,থাওর চান্দ গেহলট,এস জয়শঙ্কর,রমেশ পোকরিয়াল,অর্জুন মুণ্ডা,স্মৃতি জুবিন ইরানি,ড.হর্ষবর্ধন,প্ৰকাশ জাবেদকার,পীয়ুস গোয়েল,ধর্মেন্দ্ৰ প্ৰধান,মুক্তার আব্বাস নকভি এবং অন্যান্যরা মন্ত্ৰী হিসেবে শপথ নেন। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ এদিন মোদি ও তাঁর মন্ত্ৰিসভার অন্যান্য সদস্যদের গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান। জাতীয় ও আন্তর্জাতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি রয়েছেন শপথগ্ৰহণ অনুষ্ঠানে।

রিপোর্ট অনু্যায়ী,আজ সন্ধ্যার এই শপথ অনুষ্ঠানে প্ৰায় ৮ হাজার অতিথি অভ্যাগত উপস্থিত হয়েছেন।

এর আগে,২০১৪ সালে মোদির শপথ গ্ৰহণ অনুষ্ঠানে আনুমানিক ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বিশিষ্ট অতিথিদের মধ্যে আছেন পড়শি দেশের রাষ্ট্ৰনেতা,অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্ৰী এবং বিনোদন ও শিল্প জগতের কিছু প্ৰখ্যাত ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গে গত একবছর রাজনৈতিক হিংসায় যে সব বিজেপি কর্মী প্ৰাণ হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে,তাঁদের পরিবারকেও আজ সন্ধ্যার অনুষ্ঠানে আমন্ত্ৰণ জানানো হয়েছে।

বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন বিমস্টেক(বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেকটোরাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন)দেশগুলির নেতারা। বিমস্টেক-এর সদস্য দেশগুলির তালিকায় ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ,ভুটান,মায়ানমার,নেপাল,শ্ৰীলঙ্কা,থাইল্যান্ড।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com