মুম্বইয়ের হোটেলে এখন দুটো সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা

মুম্বইয়ের হোটেলে এখন দুটো সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা

নয়াদিল্লিঃ চণ্ডীগড়ের পাঁচ তারা হোটেল ডব্লিউ ম্যারিয়টে দুটো কলার মূল্য চাওয়া হয়েছিল ৪৪২ টাকা। কিন্তু অবাক হবার কিছুই নেই মুম্বাইয়ের ফোর সিজনস হোটেল মাত্ৰ দুটো সেদ্ধ করা ডিমের দাম ১৭০০ টাকা ধরে ওই মূল্য কেও ছাপিয়ে গেছে। বলিউড অভিনেতা রাহুল বোস দিন কয়েক আগে চণ্ডীগড়ের ওই পাঁচ তারা হোটেলে দুটো কলার অর্ডার দিয়েছিলেন। কলা দুটোর দাম ৪৪২ টাকা ধরে হোটেল কর্তৃপক্ষ রাহুলের হাতে ৪৪২ টাকার একটি বিল ধরিয়ে দিয়েছিল। কলার ওই চড়া মূল্য দেখে রাহুল কিছুটা হতবাক হয়ে পড়েছিলেন। পাঁচতারা হোটেল বলে কথা। তাই সম্মানের কথা ভেবে ভালয় ভালয় বিলের অর্থ চুকিয়ে দিয়েছিলেন রাহুল। রাহুল বিষয়টি সহজে ছেড়ে দেননি। হোটেলের দেওয়া বিল টুইটারে পোস্ট দিয়েছিলেন অভিনেতা। চণ্ডীগড়ের আবগারি এবং কর বিভাগ ওই হোটেলের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা চাপিয়েছিল।

এবার প্ৰায় অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটলো মুম্বইয়ের ফোর সিজন্স হোটেলে। এই হোটেলও জনৈক কার্তিক ধর নামের এক ব্যক্তিকে ওই একই পদ্ধতিতে দুটো সেদ্ধ ডিমের দাম ১৭০০ ধরে রীতিমতো বিল দিয়েছে। টুইটার ব্যবহারকারী কার্তিক ‘২ এগস ফর ২০০০ অ্যাট দ্য ফোর সিজনস হোটেল মুম্বই’ শিরোনাম দিয়ে বিলটি পোস্ট করে দেন। কার্তিক টুইটারে রাহুল বোসকে ট্যাগ করে বলেছেন,ভাই আন্দোলন করিয়ে? (ভাই আমরা কি আন্দোলন করবো)? এই পোস্টে যোগ করে ‘অল দ্য কুইনস ম্যান’ নামের গ্ৰন্থের লেখক জানিয়েছেন মাত্ৰ দুটো ওমলেটের জন্যও একই মূল্য নিয়েছে মুম্বইয়ের এই ফোর সিজনস হোটেল।

আরও এক টুইটার ব্যবহারকারী বেশ রসালো করে লিখেছেন ‘ইস অন্ডে কি সাথ সোনা ভি নিকলে হ্যায় ক্যায়া। মুরগি কি সোনার ডিম পেড়েছে’?

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bipasa Hrangkhawal- the first woman air traffic controller of Tripura

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com