কলাগুরু বিষ্ণুপ্ৰসাদ রাভার তেজপুরের বাড়ি সংরক্ষণে মুখ্যমন্ত্ৰীকে ব্যবস্থা গ্ৰহণের অনুরোধ শইকিয়ার

গুয়াহাটিঃ কলাগুরু বিষ্ণুপ্ৰসাদ রাভার তেজপুরের বাড়িটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। খসে পড়ছে প্ৰাচীরের পলেস্তারা। কোনও পক্ষকে বাড়িটি সংরক্ষণের কোনও ব্যবস্থা হাতে নিতে দেখা যায়নি আজ অবধি। বিরোধী নেতা দেবব্ৰত শইকিয়া কলাগুরুর ঐতিহ্য বিজড়িত এই বাড়িটি সংরক্ষণের আর্জি জানিয়েছেন।
মুখ্যমন্ত্ৰীর উদ্দেশে সোমবার লেখা এক চিঠিতে শইকিয়া বলেন,‘কলাগুরু বিষ্ণু রাভার তেজপুরস্থিত বাড়িটির জীর্ণ দশা সম্পর্কে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বাড়িটির প্ৰাচীরের পলেস্তারা খসে পড়ছে। এভাবে আরও কিছু দিন থাকলে পুরো বাড়িটি ভেঙে যাবে। বিভিন্ন সূত্ৰ থেকে আমি একথা জানতে পেরেছি’।
‘আপনিও নিশ্চিতভাবে আমার সঙ্গে একমত হবেন যে কলাগুরুর স্মৃতিধন্য এই বাড়ি সংরক্ষণে অসম সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কলাগুরু বিষ্ণুপ্ৰসাদ রাভা অসমের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন’। তাই বাড়িটি সংরক্ষণে সব ধরনের ব্যবস্থা গ্ৰহণের জন্য সোনোয়ালকে অনুরোধ জানান শইকিয়া।