Begin typing your search above and press return to search.

এলিফেন্ট জলপ্ৰপাত দূষিত করার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

এলিফেন্ট জলপ্ৰপাত দূষিত করার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Sep 2019 1:21 PM GMT

শিলং: শৈলশহর শিলঙে পর্যটক আকর্ষণের অন্যতম দর্শনীয় স্থান এলিফেন্ট ফলস। এই ফলসে ড্ৰেনের জল ছাড়ার অভিযোগ সম্পর্কে একটি খবর সোসিয়েল মিডিয়ায় ভাইরাল হয় রবিবার সকালে। এরফলে এই জলপ্ৰপাতের জল দূষিত হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। জলপ্ৰপাতটি ওই এলাকায় পর্যটক আকর্ষণের একটি অন্যতম স্থান।

একটি সূত্ৰের মতে,রবিবার যে সমস্ত পর্যটকরা এই জলপ্ৰপাত দর্শনে এসেছিলেন তাঁরাই জলপ্ৰপাতের অবস্থা সম্পর্কে এই অভিযোগ করেছেন। দর্শকরা বলেছেন,জলপ্ৰপাতের জল অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। এমনকি শনিবারও এই জলপ্ৰপাত দেখতে শিলং ও বাইরে থেকে ১৫০০ থেকে ২০০০ পর্যটক এসেছিলেন। তারাও জল নোংরা হওয়ার ও বাতাসে দুর্গন্ধ ছড়ানোর অভি্যোগ করেছেন। এব্যাপারে পুব খাসি পাহাড়ের জেলাশাসক মাটসিউডর ওয়ার-এর সঙ্গে যোগা্যোগ করা হলে তিনি জানান ‘জলপ্ৰপাতটি পরিদর্শনের জন্য একটি ম্যাজিস্ট্ৰেট দলকে ওখানে পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে ম্যাজিস্ট্ৰেটকে তদন্ত করতে বলা ছাড়াও আমাকে রিপোর্ট করতে বলে দিয়েছি’-বলেন তিনি। জেলাশাসক আরও বলেন,যথোচিত তদন্তের পরই ড্ৰেনের জল জলপ্ৰপাতে ছাড়ার ঘটনায় যাদের দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনু্যায়ী পদক্ষেপ করা হবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসির চূড়ান্ত তালিকার বিরুদ্ধে লখিমপুরে প্ৰতিবাদ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Elephant Conflict in Samuguri | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম