Begin typing your search above and press return to search.

পথ বিক্ৰেতাদের বাঁচাতে অসম সংগ্ৰামী মঞ্চ পুর নিগমের দ্বারস্থ

পথ বিক্ৰেতাদের বাঁচাতে অসম সংগ্ৰামী মঞ্চ পুর নিগমের দ্বারস্থ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Aug 2019 10:08 AM GMT

অসম সংগ্ৰামী মঞ্চ(এএসএম)পথ বিক্ৰেতাদের জন্য স্ট্ৰিট ভেনডরস আইন অবিলম্বে রূপায়ণ করার দাবি জানিয়েছে। মঞ্চের একটি প্ৰতিনিধি দল বৃহস্পতিবার গুয়াহাটি পুর নিগমের(জিএমসি)কমিশনার দেবেশ্বর মালাকারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে একটি স্মারকপত্ৰ তাঁর হাতে তুলে দেন। অসম সরকার রাস্তার বিক্ৰেতাদের জন্য স্ট্ৰিট ভেনডরস(প্ৰোটেকশন অফ লিভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্ৰিট ভেনডরস)আইনটি ২০১৪ সালের ৫ মার্চ পাস করেছিল। মঞ্চ অভিযোগ করেছে,বিলটি পাস হওয়ার পাঁচ বছরের বেশি সময় কেটে গেছে,কিন্তু জিএমসি আজ অবধি আইনটি রূপায়ণে ব্যর্থ।

আইনটির প্ৰধান উদ্দেশ্য ছিল ভেন্ডিং জোন চিহ্নিত করা। কিন্তু পাঁচ বছরের বেশি সময় কেটে যাওয়ার পরও এই বিষয়টি থমকে আছে। মঞ্চের মতে,মহানগরীতে ৪০ হাজারের বেশি পথ বিক্ৰেতা রয়েছেন। সেইহেতু মঞ্চ এই সব পথ বিক্ৰেতাদের শীঘ্ৰই স্ট্ৰিট ভেনডরস আইনের আওতায় আনতে মালাকারের কাছে আর্জি জানিয়েছেন।

মঞ্চ শহরের ৪০ হাজার পথ বিক্ৰেতার নাম রেজিস্ট্ৰেশন করার জন্য আর্জি জানিয়েছে মালাকারের কাছে। সেই সঙ্গে পথ বিক্ৰেতাদের জিএমসির অধীনে স্বাস্থ্য ও জীবন বিমার ব্যবস্থা করারও আর্জি জানিয়েছে তারা। স্মারকপত্ৰে আরও বলা হয়েছে,বর্তমানে পথ বিক্ৰেতারা যে সব স্থানে ব্যবসা করছেন সেই সব স্থানকে বাণিজ্যিক স্থান হিসেবে ঘোষণা করা ঠিক হবে না। কারণ আর্থিক ক্ষেত্ৰে অনগ্ৰসর এই সব মানুষ তাতে চরম বিপাকে পড়ে যাবেন-উল্লেখ করেছে মঞ্চ।

মঞ্চ পথ বিক্ৰেতাদের জন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করতে জিএমসির কাছে আবেদন জানিয়েছে। এরফলে তারা বিভিন্ন আর্থিক প্ৰতিষ্ঠান থেকে সাহা্য্যও পাবে। জবাবে কমিশনার মালাকার বলেছেন,জিএমসি শীঘ্ৰই আইনটি রূপায়ণ করবে এবং ভেনডিং জোন ঠিক করার কাজে নামবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জিএমসিএইচ থেকে ব্যাপক সংখ্যক ডাক্তার বদলি,ক্ষোভ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Religious procession by Sikh community people arrives in Biswanath Chariali

Next Story
সংবাদ শিরোনাম