Begin typing your search above and press return to search.

খালি পদে নিয়োগ না করার প্ৰতিবাদে ধরনা প্ৰতিদ্বন্দ্বী সুরক্ষা সংস্থার

খালি পদে নিয়োগ না করার প্ৰতিবাদে ধরনা প্ৰতিদ্বন্দ্বী সুরক্ষা সংস্থার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Aug 2019 11:32 AM GMT

গুয়াহাটিঃ প্ৰতিদ্বন্দ্বী সুরক্ষা,অসম(পিএসএসএ)মাধ্যমিক শিক্ষা সহ বিভিন্ন বিভাগে পিডব্লিউডিএস(পারসন্স উইথ ডিসএবিলিটিস)ব্যাকলগ পদগুলিতে কর্মী নিয়োগ না করার প্ৰতিবাদে সোমবার ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশনের বাইরে প্ৰতিবাদ কর্মসূচি পালন করে।

পিএসএসএ-র সেক্ৰেটারি নৃপেন মালাকার বলেন,২০১৮ সালের ৫ অক্টোবর সংস্থা বিভিন্ন বিভাগে পিডব্লিউডি-এস-এর ব্যাকলগ পদগুলি নিয়ে সরকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিল।

ওই একই বছরের ৯ অক্টোবর মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মন্ত্ৰিসভা সিদ্ধান্ত নিয়েছিল ৫৪টি সরকারি বিভাগের ব্যাকলগ পদগুলি পূরণ করার। এর দায়িত্ব দেওয়া হয়েছিল অসম পুলিশ রিক্ৰুটমেন্ট বোর্ডকে(এপিআরবি)। এপিআরবি খালি পদের সংখ্যা সম্পর্কে জানাতে প্ৰতিটি বিভাগকে এক সপ্তাহ সময় দিয়েছিল। ওই সময় মাত্ৰ ২৩টি বিভাগ খালি পদের কথা জানিয়েছিল-বলেন মালাকার।

২০১৮ সালের ২১ ডিসেম্বর পিএসএসএ আরও একবার মুখ্যমন্ত্ৰীর সঙ্গে বৈঠকে বসে। ওই সময়ও মুখ্যমন্ত্ৰী একই নির্দেশ ইস্যু করেছিলেন। তখন থেকে এপর্যন্ত ৭ মাস কেটে গেছে কিন্তু বিভাগগুলি পিডব্লিউডিএস-এর জন্য ব্যাকলগ পদগুলি সম্পর্কে কোনও কিছুই জানায়নি-উল্লেখ করেন মালাকার।

মালাকার আরও জানান,মাধ্যমিক শিক্ষা বিভাগে মোট ২৩৬৪টি শিক্ষক পদ এবং ৫৩৪টি তৃতীয় ও চতুর্থ শ্ৰেণির পদ খালি পড়ে আছে। অথচ বিভাগটি এধরনের মাত্ৰ ২৩টি পদের কথা এপিআরবিকে জানিয়েছে। তিনি আরও বলেন,একইভাবে প্ৰাথমিক শিক্ষা বিভাগও মাত্ৰ ৮৫টি খালি পদের ব্যাপারে জানিয়েছিল। অথচ এই বিভাগের বিভিন্ন ক্যাটেগরিতে ৩৭৫২টি পদ খালি রয়েছে।

প্ৰতিবাদ ধর্মঘটের সময় মালাকার একজন পদস্থ পুলিশ কর্তার মাধ্যমে সেকেন্ডারি এডুকেশন বিভাগের কমিশনার সচিব প্ৰীতম শইকিয়ার সঙ্গে যোগা্যোগ করলে তিনি এব্যাপারে আগামি ২ সেপ্টেম্বর বৈঠকে বসার আশ্বাস দেন। এরপরই ধর্মঘট তুলে নেওয়া হয়।

‘আমাদের দাবি পিডব্লিউডিএস-এর ব্যাকলগ পদগুলি শীঘ্ৰ পূরণ করা হোক। মাধ্যমিক শিক্ষা কমিশনার প্ৰীতম শইকিয়ার সঙ্গে আমাদের বৈঠক ফলপ্ৰসূ না হলে আমরা আবার ধর্মঘটে নামবো’-বলেন মালাকার।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিরোধীদের প্ৰতিবাদের মধ্যেই ফের তিন তালাক বিল লোকসভায় পেশ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: New Members join BJP in presence of Union Minister General VK Singh (Retd)

Next Story
সংবাদ শিরোনাম