Begin typing your search above and press return to search.

রাজ্যের বিভিন্ন স্থানে পালিত রবীন্দ্ৰ জয়ন্তী

রাজ্যের বিভিন্ন স্থানে পালিত রবীন্দ্ৰ জয়ন্তী

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 May 2019 1:40 PM GMT

অসমের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্ৰনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী পালন করা হয়। গুয়াহাটিতে জেলা গ্ৰস্থাগার প্ৰেক্ষাগৃহে দিনব্যাপী কর্মসূচিতে আয়োজন করা হয় কবি প্ৰণামের। বিলাসীপাড়া,বঙাইগাঁও ও রাজ্যের অন্যান্য অঞ্চলেও এদিন রবি বন্দনার আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে রবীন্দ্ৰ নৃত্য,আবৃত্তি,চিত্ৰাঙ্কন ও রবীন্দ্ৰ সংগীত প্ৰতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রবীন্দ্ৰ নৃত্যনাটিকারও আয়োজন করা হয় স্থানে স্থানে।

Next Story
সংবাদ শিরোনাম