রাজ্যসভার নির্বাচনঃ মনোনয়ন দাখিল করলেন বৈশ্য ও তাসা

রাজ্যসভার নির্বাচনঃ মনোনয়ন দাখিল করলেন বৈশ্য ও তাসা
Published on

গুয়াহাটিঃ অসমে রাজ্যসভার দুটি আসনে নির্বাচনের জন্য মঙ্গলবার মনোনয়ন দাখিল করেছেন। জোট দল অসম গণ পরিষদের(অগপ)সঙ্গে পূর্ব সমঝোতা অনু্যায়ী একটি আসন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অগপ দলের প্ৰার্থী হিসেবে মনোনয়নপত্ৰ দাখিল করেছেন বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য। অন্যদিকে বিজেপির নিজস্ব প্ৰার্থী হিসেবে মনোনয়নপত্ৰ দাখিল করেছেন কামাখ্যা প্ৰসাদ তাসা। অসম বিধানসভা সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে তাঁরা মনোনয়নপত্ৰ দাখিল করেন। মনোনয়নপত্ৰ বৈধ বিবেচিত হলে উভয় প্ৰার্থী বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। রাজ্যসভার এই দুটি আসনের মেয়াদ শেষ হচ্ছে আগামি ১৪ জুন।

মনোনয়নপত্ৰগুলি পরীক্ষা করা হবে আজ। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এবং কংগ্ৰেসের সাংসদ সান্টিয়াস কুজুরের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার জন্য এই দুটি রাজ্যসভা আসনে নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। রাজ্যসভায় অসমের ৭টি আসন রয়েছে। রাজ্যসভার এই দুই আসনে নির্বাচন হচ্ছে আগামি ৭ জুন। কংগ্ৰেস এবং এআইইউডিএফ রাজ্যসভার এই দুই আসনে কোনও প্ৰার্থী দেয়নি,বিধানসভায় তাদের প্ৰয়োজনীয় সংখ্যক সদস্য না থাকায়।

রাজ্যসভার একটি আসনে জয় পেতে ফার্স্ট প্ৰেফারেন্স ভোট হিসেবে কমপক্ষেও ৪২টি ভোট পাওয়া চাই। সেই ক্ষেত্ৰে কংগ্ৰেসের বিধায়ক রয়েছেন ২৫ জন এবং এআইইউডিএফ-এর ১৩ জন।

অন্যদিকে ১২৬ সদস্যের বিধানসভায় বিজেপির ৬১,অগপ ১৪ এবং বিপিএফ-এর ১২ বিধায়ক সহ জোট দলে ৮৮ জন বিধায়ক রয়েছেন। জোনাইর নির্দল বিধায়ক ভুবন পেগুর সমর্থন পাচ্ছে শাসক জোট। মনোনয়ন দাখিলের সময় মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও নেডার আহ্বায়ক তথা অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা উপস্থিত ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com