রত্নপীঠ কলেজ,ধুবড়ি রিক্ৰুটমেন্ট ২০২০

রত্নপীঠ কলেজ,ধুবড়ি রিক্ৰুটমেন্ট ২০২০
রত্নপীঠ কলেজ,ধুবড়ি অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের ৩টি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে
পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(পলিটিক্যাল সায়েন্স,ইংলিশ)
পদের সংখ্যাঃ ০৩
শিক্ষাগত যোগ্যতা এবং বাছাই প্ৰক্ৰিয়াঃ সরকারি অফিস মেমোরেন্ডাম নং এএইচই ৪০৭/২০১৭/৪৪ তাং ০৮-১১-২০১৮ অনু্যায়ী নেট/শ্লেট/সেট বাধ্যতামূলক যোগ্যতার শর্ত হিসেবে বিবেচিত হবে। যে সব প্ৰার্থীর ইউজিসি-র(মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যান্ড প্ৰসিডিউর ফর অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্ৰি)অনু্যায়ী পিএইচডি ডিগ্ৰি রয়েছে তাদের নেট/শ্লেট/সেট থেকে ছাড় দেওয়া হবে। প্ৰার্থীদের মাস্টার ডিগ্ৰিতে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর(অথবা সমপর্যায়ের গ্ৰেড পয়েন্ট স্কেল)থাকতে হবে।
বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়স ৩৮ বছরের বেশি নয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫ বছর এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে ছাড় থাকছে ৩ বছর।
পেঃ ইউজিসি স্কেলে বেতন এবং রুল অনু্যায়ী অন্যান্য ভাতা
কিভাবে আবেদন করবেনঃ প্ৰাসঙ্গিক নথিপত্ৰ সহ আবেদনের সঙ্গে ২০০০ টাকার ডিমান্ড ড্ৰাফ্ট(অফেরৎযোগ্য)শুধু প্ৰিন্সিপাল/সেক্ৰেটারি,রত্নপীঠ কলেজ,ভাওয়ালপুর,চাপর ধুবড়ির অনুকূলে পেয়েবল অ্যাট ইউকো ব্যাংক,চাপর শাখা ২৬-০২-২০২০ তারিখে বিজ্ঞাপন প্ৰকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে প্ৰিন্সিপাল/সেক্ৰেটারি রত্নপীঠ কলেজ-এর ঠিকানায় পৌঁছতে হবে।
শেষ তারিখঃ ১৪-০৩-২০২০
Details: Click here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল,বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০