গুয়াহাটিঃ অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)সভাপতি রিপুন বরা রাজ্যে সাম্প্ৰতিক লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতার জন্য সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন। দলের সর্ব ভারতীয় সভাপতি রাহুল গান্ধীর উদ্দেশে লেখা এক চিঠিতে বরা রাজ্যে লোকসভা নির্বাচনে দলের দুর্বল পারফরম্যান্সের নৈতিক দায়িত্ব মেনে নিয়ে ওই পদ ছাড়ার প্ৰস্তাব রেখেছেন। তবে দলীয় সূত্ৰে দাবি করা হয়েছে যে,যতদিন না একজন নতুন সভাপতি নির্বাচিত হচ্ছেন ততদিন বরা এই দায়িত্ব পালন করে যাবেন।