Begin typing your search above and press return to search.

খেলার সু্যোগ দেওয়ায় রাজস্থান রয়েলসের প্ৰতি কৃতজ্ঞতা রিয়ান পরাগের

খেলার সু্যোগ দেওয়ায় রাজস্থান রয়েলসের প্ৰতি কৃতজ্ঞতা রিয়ান পরাগের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 May 2019 1:36 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির খারঘুলি স্থিত নিজের বাড়িতে রিয়ান পরাগ আজ এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন। তাঁকে খেলার সু্যোগ দেওয়ায় প্ৰথমেই রাজস্থান রয়েলসের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেন রিয়ান। একইসঙ্গে রিয়ান বলেন,ম্যাচে তিনি এতটা পারফরম্যান্স করতে পারবেন বলে কখনোই ভাবেননি।

সম্প্ৰতি অনুষ্ঠিত ম্যাচে আশানুরূপ ফল করতে পেরে তিনি আনন্দিত বলে উল্লেখ করেন।

সাংবাদিক সম্মেলনে রিয়ান বলেন,ছোটবেলা থেকে টিভির পর্দায় দেখা খেলোয়াড়দের ড্ৰেসিং রূমে পেয়ে খুবই আনন্দ পেয়েছি। তাঁদের সঙ্গে কথা বলে উৎসাহিত হয়েছি। আমাকে উৎসাহিত করার পাশাপাশি খুব ভালো করে প্ৰশিক্ষণও দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন রিয়ান।

উল্লেখ্য,আইপিএল-এর কয়েকটি ম্যাচে অসমিয়ার স্বাভিমান গামোছা কোমরে বাঁধা নিয়ে বেশ কিছু চর্চা হয়েছিল। এসম্পর্কে রিয়ান বলেন,অসমের গামোছাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্যই তিনি গামোছা সঙ্গে রেখেছিলেন।

আইপিএল সম্পর্কে রিয়ান আরও বলেন,তিনি ব্যাটিং করার সময় পিছনে মহেন্দ্ৰ সিং ধোনি উইকেট রক্ষক ছিলেন এবং ইমরান তাহির বল করছিলেন। এই মুহূর্তটা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে-বলেন রিয়ান পরাগ।

রিয়ান তাঁর সাফল্যের জন্য বাবার অবদানের কথা উল্লেখ করে বলেন,‘এই সাফল্যের আড়ালে রয়েছেন আমার বাবা’। ছোটবেলা থেকে বাবাকে ক্ৰিকেট খেলতে দেখেছি এবং এটাই আমাকে অনুপ্ৰাণিত করেছিল। ম্যাচ শেষে ধোনিও আমাকে উৎসাহিত করেছেন-বলেন রিয়ান।

Next Story
সংবাদ শিরোনাম