মহানগরীর ফ্যান্সিবাজারে দিনদুপুর ৪০ লক্ষ টাকা ছিনতাই

মহানগরীর ফ্যান্সিবাজারে দিনদুপুর ৪০ লক্ষ টাকা ছিনতাই

গুয়াহাটিঃ মহানগরীতে বুধবার দিন দুপুরে নিরাপত্তা কর্মীর হেফাজত থেকে দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় রহস্য ঘণীভূত হচ্ছে। সিকিউরিটি সার্ভিস কর্মীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওই ব্যাগে ৪০ লক্ষ টাকা ছিল।

মহানগরীর ফ্যান্সিবাজার পুলিশ চৌকির কাছে মঙ্গলবার ফেডারেল ব্যাংকের গুয়াহাটি শাখার সামনে এই ঘটনা ঘটে।

মেসার্স ভিসুয়েল সেকুরাস লিমিটেডের দুজন কর্মী এবং তাদের চালক এর আগে ফেডারেল ব্যাংকের শিলপুখুরি শাখা থেকে ৪০ লক্ষ টাকা তোলে। তারা টাকাগুলো একটি ব্যাগে রেখেছিল। এরপর তারা ব্যাঙ্কের ফ্যান্সিবাজার ব্ৰাঞ্চে আসে এবং ৮০ লক্ষ টাকা তোলে। এই টাকা একটি ট্ৰাঙ্কে রাখে তারা। ভিসুয়েল সেকুরাস লিমিটেডের দুজন কর্মী ৮০ লক্ষ টাকা রাখা ট্ৰাংকটি যখন গাড়িতে তুলছিলেন ওই সময় চালকের হাতে ছিল ৪০ লক্ষ রাখা ব্যাগটি। কোম্পানির দুজন কর্মী যখন টাকা বোঝাই ট্ৰাংকটি মারুতিতে(এএস০১ডিসি ০৮৫৫)তুলছিলেন ওই সময় চালক ৪০ লক্ষ টাকা বোঝাই করা ব্যাগটি নিয়ে তার সিটে বসতে যাচ্ছিলেন। ঠিক তখনই পিছন দিক থেকে সাইকেলে আসা চার জন ব্যক্তি চালকের হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে নিমেষে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মী ও পদস্থ আধিকারিকরা ঘটনা স্থলে ছুটে যান। পুলিশ সিকিউরিটি সার্ভিস এজেন্সির তিনজনকেই জিজ্ঞাসাবাদ করছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: In a tragic incident, two labourer electrocuted in Lumding on Monday evening.

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com