ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সরকারকে সচেতন হওয়ার বার্তা আরএসএস প্ৰধানের

ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সরকারকে সচেতন হওয়ার বার্তা আরএসএস প্ৰধানের

কানপুরঃ রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘ নির্বাচিত কেন্দ্ৰীয় সরকারকে ‘ক্ষমতার অপব্যবহার’-এর বিরুদ্ধে সদা সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এখানে ৬০০-র অধিক আরএসএস স্বয়ংসেবকদের এক সমাবেশে সংঘ প্ৰধান মোহন ভাগবত ভাষণ দিচ্ছিলেন গতকাল। তিনি বলেন,গণতান্ত্ৰিক কাঠামোয় যারা নির্বাচিত হয়ে আসেন তাদের ক্ষমতাও থাকে অসীম। তবে এর অর্থ এই নয় যে ক্ষমতা পেলে তার অপব্যবহার করতে হবে। ‘যদি কোনও ক্ষেত্ৰে সরকার ভুল করে বসে কিংবা লক্ষ্যভ্ৰষ্ট হয় তাহলে সংঘ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের প্ৰয়োজনীয় শলা-পরামর্শ অবশ্যই দেবে’। ১৭তম লোকসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে নরেন্দ্ৰ মোদি কেন্দ্ৰীয় সরকারের দায়িত্ব গ্ৰহণের পরপরই সংঘ প্ৰধান মোহন ভাগবত এই বিবৃতি দিলেন।

ভাগবত চারদিনের সফরে কানপুরে এসেছেন। তিনি সংঘের স্বয়ংসেবকদের কোনও ভাবেই উদ্ধত আচরণ না করার আহ্বান জানান।

‘আপনি যতই ভাল কাজ করুন কিংবা অন্যকে সাহায্য করুন না কেন আপনার অহংকার বা দম্ভ সবকিছু নিমেষে ধ্বংস করে দেবে’-বলেন ভাগবত। স্বয়ংসেবকদের সঙ্গে মত বিনিময়কালে আরএসএস প্ৰধান জাতীয়তাবাদ,সামাজিক সমতা ইত্যাদি ইস্যুতে সংঘের নীতি-আদর্শ ও চলার পথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এদিন কেন্দ্ৰের নতুন সরকারকে ক্ষমতার সদ্ব্যবহার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সমাজের প্ৰতি স্বয়ংসেবকদের আত্মত্যাগ ও সেবামূলক ভাবনাকে দেশের অগ্ৰগতি ও বিকাশের অন্যতম ভিত বলে উল্লেখ করেন তিনি। সমাজের বুকে সমতা প্ৰতিষ্ঠা,নিরক্ষরতা দূরীকরণ,মাদকাশক্তিরও অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে স্বয়ংসেবকদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভাগবত। উল্লেখ করা যেতে পারে যে কানপুরে দীন দয়াল উপাধ্যায় সনাতন ধর্ম বিদ্যালয়ে কুড়িদিনের একটি প্ৰশিক্ষণ শিবিরে যোগ দিতে ভাগবত এখানে এসেছেন। গত ২৪ মে ওই শিবির শুরু হয়েছে এবং শেষ হবে আগামি ১৩ জুন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com