জঙ্গি অথবা মাওবাদীদের আক্ৰমণে শহিদ পুলিশ কর্মীর ছেলে-মেয়েদের জন্য স্কলারশিপের অর্থবৃদ্ধির সিদ্ধান্ত মোদির

জঙ্গি অথবা মাওবাদীদের আক্ৰমণে শহিদ পুলিশ কর্মীর ছেলে-মেয়েদের জন্য স্কলারশিপের অর্থবৃদ্ধির সিদ্ধান্ত মোদির

নয়াদিল্লিঃ দ্বিতীয়বার দায়িত্ব গ্ৰহণ করে নরেন্দ্ৰ মোদি সরকার শুক্ৰবার ক্যাবিনেট বৈঠকে রাষ্ট্ৰীয় প্ৰতিরক্ষা তহবিলের অধীনে প্ৰাইমিনিস্টার্স স্কলারশিপ স্কিমের অর্থ বৃদ্ধির প্ৰথম সিদ্ধান্ত নেন। ‘আমাদের সরকারের প্ৰথম সিদ্ধান্ত তাঁদের জন্য উৎসর্গ করা হচ্ছে,যাঁরা দেশ রক্ষায় আত্মাহুতি দিয়েছেন’-টুইট করে বলেন মোদি। প্ৰধানমন্ত্ৰীর এই স্কলারশিপ স্কিমে ব্যাপক পরিবর্তনের বিষয়ে বৈঠকে অনুমোদন জানানো হয়। জঙ্গি অথবা মাওবাদীদের আক্ৰমণে শহিদ হওয়া পুলিশ কর্মীর ছেলে-মেয়েদের জন্য স্কলারশিপের অর্থ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে-বলা হয়েছে টুইটে।

এই স্কিমে শহিদ পুলিশ কর্মীর পুত্ৰ সন্তানের জন্য প্ৰতিমাসে স্কলারশিপের অর্থ ২ হাজার থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। মেয়েদের ক্ষেত্ৰে প্ৰতিমাসে স্কলারশিপের অর্থ ২,২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার টাকা। রাজ্য পর্যায়ের শহিদ পুলিশ কর্মীর ছেলে-মেয়েদের ক্ষেত্ৰে এই স্কলারশিপের পরিসর সম্প্ৰসারণ করা হয়েছে। যে সব পুলিশ কর্মী জঙ্গি অথবা মাওবাদীদের আক্ৰমণে শহিদ হয়েছেন,সেইসব শহিদের সন্তানদের ক্ষেত্ৰে এই স্কলারশিপ প্ৰযোজ্য হচ্ছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com