গুয়াহাটিঃ নব নির্বাচিত বিজেপি সাংসদ স্মৃতি ইরানি আজ ঝটিকা সফরে গুয়াহাটি এসে নীলাচল পাহাড়ের বুকে থাকা বগলামুখীর মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেন।
লোকসভা নির্বাচনে আমেথি কেন্দ্ৰ জয়ী হন ইরানি। কংগ্ৰেসের এই শক্ত দুর্গে ঐতিহাসিক জয় হাসিল করেন তিনি কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে। স্মৃতি আমেথি কেন্দ্ৰে ৪৯.৬ শতাংশ ভোট লাভ করেন। রাহুল গান্ধীর ভাগ্যে জোটে ৪৩.৮৯ শতাংশ ভোট। আজ বগলা মায়ের আশীর্বাদ ও পুজো সেরে ফিরে যান তিনি। তাঁর আগমনের জন্য মন্দির চত্বরে কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিল।