Begin typing your search above and press return to search.

সোশিয়েল উয়েলফেয়ার,বিটিসি,কোকরাঝাড় রিক্ৰুটমেন্ট ২০২০

সোশিয়েল উয়েলফেয়ার,বিটিসি,কোকরাঝাড় রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Feb 2020 12:58 PM GMT

সোশিয়েল উয়েলফেয়ার,বিটিসি,কোকরাঝাড় রিক্ৰুটমেন্ট ২০২০

মহিলা উয়েলফেয়ার অফিসারের ১টি পদের জন্য এবং চিরাং ও কোকরাঝাড় জেলার প্ৰত্যেকটিতে জেলা কো-অর্ডিনেটর-এর দুটি পদের জন্য ভারতীয় নাগরিকের কাছ থেকে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্ৰ আহ্বান করেছে। মহিলা শক্তি কেন্দ্ৰ(এমএসকে)সহ সব মহিলা কল্যাণ স্কিমের সমর্থনে ন্যাশনাল মিশন ফর এনভায়রনমেন্ট অফ ওম্যান(এনএমইডব্লিউ)-এর অধীনে কোকরাঝাড় এবং চিরাং জেলার মহিলাদের জন্য জেলা পর্যায়ের কেন্দ্ৰে(ডিএলসিডব্লিউ)এই পদগুলি সৃষ্টি করা হয়েছে।

১. মহিলা কল্যাণ অফিসার

পদের সংখ্যাঃ ০১

টু অ্যাপ্লাইঃ অ্যাপ্লিকেশন ফর্ম এবং বিস্তারিত বিজ্ঞাপন/শর্ত ইত্যাদি ওয়েবসাইট (Bodoland.in)-এ ডাউনলোড করে পাওয়া যাবে। প্ৰার্থীদের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। আবেদন পৌছতে হবে ফোর ১. (ফর কোকরাঝাড় ডিস্ট্ৰিক্ট)অফিস অফ দ্য ডিস্ট্ৰিক্ট সোশিয়েল উয়েলফেয়ার অফিসার,কোকরাঝাড় নিয়ার সিজেএম কোর্ট(সিভিল লাইন)কোকরাঝাড়।

পি.অ পিএস অ্যান্ড ডিস্ট্ৰিক্ট কোকরাঝাড়,বিটিসি,আসাম,পিনঃ ৭৮৩৩৭০

২. (চিরাং জেলার জন্য)

  1. অফিস অফ দ্য ডিস্ট্ৰিক্ট সোশিয়েল উয়েলফেয়ার অফিসার,চিরাং ডিস্ট্ৰিক্ট সেন্টার,চিরাং(কাজলগাঁও)পিও কাজলগাঁও,জেলা-চিরাং,বিটিসি,আসাম,পিন-৭৮৩৩৮৫

Official Website: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডেপুটি কমিশনার,তিনসুকিয়া রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম