গুয়াহাটিতে এসবিআই-র এটিএম-এ স্পাই ক্যামেরা!

গুয়াহাটিতে এসবিআই-র এটিএম-এ স্পাই ক্যামেরা!
Published on

গুয়াহাটিঃ ব্যাংকে গচ্ছিত রাখা আপনার কষ্টার্জিত টাকা কি নিরাপদ? এই প্ৰশ্ন এখন গ্ৰাহকদের মুখে ফিরছে। এটিএম হ্যাকাররা দিশপুর লাস্টগেটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার(এসবিআই)একটি এটিএম কাউন্টারের মেশিনে বসিয়ে যাওয়া হাইটেক ডিভাইস চিহ্নিত হওয়ার পর ব্যাংকে সঞ্চিত রাখা টাকা কতটুকু নিরাপদ তা নিয়েই এমন প্ৰশ্ন তুলছেন মানুষ। উত্তর পূর্বাঞ্চলে এটিএম হ্যাক করতে এধরনের হাইটেক ডিভাইস ব্যবহারের ঘটনা এটাই প্ৰথম। ওই ডিভাইসে একটি স্পাই ক্যামেরা,একটি মেমোরি কার্ড এবং একটি ছোট ডাটা ডিভাইস জুড়ে দেওয়া ছিল। এই ডিভাইসটির ব্যাংক গ্ৰাহকদের পুরো তথ্য রেকর্ড করার ক্ষমতা রয়েছে।

ক্ষুদ্ৰাকারের এই ডিভাইসকে এটিএম হ্যাকার বলা হয়ে থাকে। গ্ৰাহকরা এটিএম মেশিনের যেখানে কার্ড সোয়াইপ করে থাকেন তার কাছ ঘেঁষেই এই ডিভাসইটি স্থাপন করা হয়েছিল। শুক্ৰবার সন্ধ্যায় একজন গ্ৰাহক দিশপুর লাস্টগেটে থাকা এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে ডিভাইসটি চিহ্নিত করেন। ওই গ্ৰাহক দেখতে পান ডিভাইসটি টান দিতেই সেটি বেরিয়ে আসে। তিনি সঙ্গে সঙ্গেই ঘটনাটি দিশপুর ও হাতিগাঁও থানায় জানান। হাতিগাঁও পুলিশ ছুটে এসে ডিভাইসটি পর্যবেক্ষণ করে।

এব্যাপারে গুয়াহাটি ইস্টের ডিসিপি রঞ্জন ভূঁঞা দ্য সেন্টিনেলকে বলেন,‘হ্যাকাররা যে ডিভাইসটি এটিএম-এ বসিয়েছে সে ব্যাপারে এসবিআই-র বিশেষজ্ঞরা আমাদের জানাবেন। এসবিআই বিশেষজ্ঞদের কাছ থেকে সব কিছু জেনে নিয়ে আমরা এই বিষয়টির তদন্ত করবো। আমরা সব এটিএম এজেন্ট ও ব্যাংকগুলোকে সময়ে সময়ে তাদের এটিএমগুলো চেক করার আবেদন জানিয়েছি। এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় গ্ৰাহকদেরও তীক্ষ্ণ নজর রাখতে অনুরোধ জানিয়েছে আমরা’। ঘটনা সম্পর্কে হাঁতিগাঁও থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CRPF seized 10 kg of Ganja in Sivasagar | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com