Begin typing your search above and press return to search.

মহানগরীর ল’জ থেকে গ্ৰেপ্তার দুই আফ্ৰিকান যুবক

মহানগরীর ল’জ থেকে গ্ৰেপ্তার দুই আফ্ৰিকান যুবক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Aug 2019 1:44 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির লখরা অঞ্চলের প্ৰিয়া লজ থেকে রবিবার দুই আফ্ৰিকান যুবককে গ্ৰেপ্তার করা হয়েছে ভারতীয় জাল নোট তৈরির ঘটনায় জড়িত থাকার সম্ভাবনার অভিযোগে। ধৃত যুবকদের নাম ইব্ৰাহিম রেমন্ড এবং ইনেয়ুগওয়া প্যাট্ৰিক চেকুলুবে। রেমন্ড পশ্চিম আফ্ৰিকার মালির বাসিন্দা এবং চেকুলুবে নাইজেরিয়ার। ভারতীয় জালনোট তৈরির ঘটনায় এদের জড়িত থাকার সম্ভাবনা সম্পর্কে পুলিশের কাছে তথ্য রয়েছে।

রবিবার গুয়াহাটির প্ৰিয়া লজে এই দুই যুবক এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে এক যুবতীর হাত কামড়ে ধরে। কামড়ের ছোটে যুবতীটি চিৎকার করায় তা লজ কর্তৃপক্ষের কানে যায় এবং তারা বশিষ্ঠ পুলিশকে খবর দেন। পুলিশ শীঘ্ৰ ছুটে এসে এদের আটক করে বশিষ্ঠ থানায় নিয়ে যায়। ওই সময় চেকুলুবে হ্যান্ডকাপ দিয়ে পুলিশ কর্মী অজয় বরার মাথায় আঘাত করলে তিনি আহত হন। ঘটনা সংক্ৰান্ত পুলিশ ১৩৮১/১৯ ইউ/এস ১২০(বি)/২৯৪/৪২০/৩৩৩/৩৫৩ ধারায় মামলা নথিভুক্ত করেছে এই দুই যুবকের বিরুদ্ধে।

এসিপি নন্দিনী কাকতির মতে,উত্তরাখণ্ড থেকে ফারজানা খান নামে একটি মেয়ে এই দুই যুবকের সঙ্গে প্ৰিয়া লজে এসেছিল। নাইজেরিয়ান যুবক চেকুলুবে যুবতীর হাত কামড়ে ধরায় মেয়েটি চিৎকার জুড়ে দেয়। ওই সময় লজের লোকেরা খবরটি বশিষ্ঠ থানায় জানান।

পুলিশ এসে লজের যে রুমে যুবকদ্বয় ছিল সেই রুমের লকার থেকে ভারতীয় দুহাজার টাকার আকৃতি বিশিষ্ট ৩০ বান্ডিল পেপার উদ্ধার করে। এসিপি আরও বলেন,এর থেকে সন্দেহ করা হচ্ছে যুবকদ্বয় ভারতীয় জাল মুদ্ৰা তৈরির কোনও চক্ৰের সঙ্গে জড়িত থাকতে পারে।

এসিপি জানান,ইব্ৰাহিম নাগাল্যান্ডের একটি মেয়েকে বিয়ে করেছে। দুই যুবককে গুয়াহাটি সেন্ট্ৰাল জেলে রাখা হয়েছে। কিছুদিন আগেই এই যুবকদ্বয় গুয়াহাটি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিল।

পুলিশের মতে,ভুয়া পাসপোর্ট ও ভিসা সংগ্ৰহের অভিযোগে আজারা পুলিশ কয়েক মাস আগে এদের গ্ৰেপ্তার করেছিল। ওই ঘটনায় জেলও হয়েছিল যুবকদ্বয়ের।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মহানগরীর প্ৰধান অঞ্চলগুলোতে চারদিন পানীয় জল সরবরাহ বন্ধ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Madhavdev Tithi observed at Dekhiyakhuwa Bornamghar in Teok

Next Story
সংবাদ শিরোনাম