বৰ্তমান নমুনার এনআরসি আমরা নাও মানতে পারিঃ বিজেপি

বৰ্তমান নমুনার এনআরসি আমরা নাও মানতে পারিঃ বিজেপি

গুয়াহাটিঃ ভারতীয় জনতা পার্টির(বিজেপি)প্ৰদেশ শাখা এই ইঙ্গিত দিয়েছে ৩১ আগস্টে প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)বর্তমান আকৃতির তালিকা তারা মেনে নিতে নাও পারে। দলের রাজ্য ইউনিট এটা পরিষ্কার করে দিয়েছে আগামি ৮ ও ৯ নভেম্বর এনআরসি ইস্যু নিয়ে তারা অনুপুঙ্খ আলোচনা করবে। ওই সময় দলের রাষ্ট্ৰীয় সভাপতি তথা স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ রাজ্যে উপস্থিত থাকবেন। এনআরসি নিয়ে একটা স্পষ্ট অবস্থান গ্ৰহণের লক্ষ্যেই এই আলোচনায় বসছে দল।

রাজ্য বিজেপির একটি সূত্ৰ বলেছে,‘সম্প্ৰতি যে এনআরসি প্ৰকাশিত হয়েছে তা একটা বর্জ্য কাগজের বেশি কিছু নয়। রাজ্যের অধিকাংশ মানুষ এই এনআরসি নিয়ে খুশি নন। আমরা রাজ্যের সমস্ত ক্ষুব্ধ মানুষজনকে এই ইস্যু নিয়ে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছে। এনআরসি-র ব্যাপারে আমরা কিছু পদক্ষেপ নিতে চলেছি। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর আসন্ন রাজ্য সফরকালে আমরা তাঁর সঙ্গে এবিষয়ে কথা বলবো। এটা খুবই দুঃখজনক যে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের এখন বিদেশি ট্ৰাইবুনালের(এফটি)মুখোমুখি হতে হচ্ছে’।

বিজেপি সূত্ৰটি আরও বলেছে,অসমিয়া,বোড়ো,রাভা,অসমিয়া মুসলিম,কার্বি,বাঙালি ও অন্যান্য মানুষের নাম নাথাকা এই এনআরসি কিভাবে আমরা মেনে নেবো’?

রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিৎ কুমার দাস সম্প্ৰতি বলেছেন,চূড়ান্ত এনআরসির তালিকা রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়ার(আরজিআই)হাতে তুলে দেবার পর এটি সরকারি বিষয় হয়ে পড়বে। ওই সময়ই এনআরসির সমস্ত নথি পরীক্ষা করা সরকারের পক্ষে সম্ভব হবে। প্ৰয়োজনে রাজ্য বিধানসভায় আইন এনে অথবা সংসদে সংশোধনী বিল পাস করিয়ে নেওয়ার পথ খুলে যাবে। তিনি রাষ্ট্ৰীয় পর্যায়ে এনআরসি-র দাবি জানিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP (Assam Pradesh) Press Meet in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com