ইন্দোনেশিয়ায় ভূমিকম্প,সুনামির তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৪০৭

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প,সুনামির তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৪০৭

ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় ৭.৫ রিখটার স্কেলে আসা বিধ্বংসী ভূমিকম্প এবং এর পরপরই সুলাওয়েসি দ্বীপে আছড়ে পড়া সুনামির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৪০৭ জনে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ বুধবার একথা জানিয়েছে। সুলাওয়েসি দ্বীপের পালু শহরে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে। পড়শি ডংগালা জেলা এবং সিগিও পারিগি মাউতঙে হতাহতের সংখ্যা নেহাত কম নয়। জোড়া প্ৰাকৃতিক দুর্যোগে আনুমানিক ২.৪ মিলিয়ন মানুষ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। ৭০,৮২১ জন মানুষ ঘরবাড়ি ফেলে ১৪১টি জায়গায় তাবুর নিয়ে আশ্ৰয় নিয়েছেন। হাসপাতালগুলিতে ভর্তি আছেন ২৫৪৯ জন। নিখোঁজের সংখ্যা ১১৩। ভূমিকম্প,সুনামির তাণ্ডবে ৬৫,৭৩৩ টি বাড়ি ক্ষতিগ্ৰস্ত অথবা ধ্বংস হয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com