উত্তর প্ৰদেশে প্ৰয়াত অটলবিহারি বাজপেয়ী-র আবক্ষ মূর্তি তৈরি করার পরিকল্পনা আদিত্য নাথের

উত্তর প্ৰদেশে প্ৰয়াত অটলবিহারি বাজপেয়ী-র আবক্ষ মূর্তি তৈরি করার পরিকল্পনা আদিত্য নাথের

জন্মদিনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে নতুন পরিকল্পনার ঘোষণা করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এ দিন সরকারি ভাবে জানানো হয়, সে রাজ্য বাজপেয়ীর একটি আবক্ষ মূর্তি তৈরি করা হবে। যা লখনউয়ের লোকভবনের সামনে নির্মাণ করা হবে।গত ১৬ আগস্ট দিল্লিতে প্রয়াণ হয়েছে বাজপেয়ীর।

এদিন ছিল তাঁর ৯৪তম জন্মদিন। তাঁর মৃত্যুর পর কেন্দ্রীয় এবং বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যে তাঁকে সম্মান জানিয়ে বিশেষ সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে। তাঁর নামেই নামকরণ হয়েছে একাধিক স্থান এবং সরকারি প্রকল্পের। এর পর এ দিন উত্তরপ্রদেশ সরকারের ঘোষণায় সেই তালিকায় নতুন সংযোজন হল।এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যপাল রাম নায়েকের উপস্থিতিতে বাজপেয়ী-স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী। তিনি বলেন, “উত্তরপ্রদেশের সঙ্গে অটলজির নিবিড় সম্পর্ক ছিল।

এখানকার বলরামপুর থেকেই তিনি নিজের রাজনৈতিক জীবনের সূচনা করেন। এর পর লখনউ থেকে তিনি পাঁচ বার সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন”।একই সঙ্গে তিনি বলেন, “দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে রাজনীতির পাঠ নিয়ে তিনি বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠতে পেরেছিলেন। যে কারণে এ দেশের ‘সুশাসনের’ প্রতিষ্ঠা হয়েছিল তাঁর হাত ধরেই”।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com