গুয়াহাটিতে বিশুদ্ধ পানীয় জলের সংকট

গুয়াহাটিতে বিশুদ্ধ পানীয় জলের সংকট

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটির প্ৰায় ১২লক্ষ মানুষের দৈনিক পানীয় জলের চাহিদা ২০০এমএলডি। বর্তমানে সরকারি সংস্থাগুলি শহরে পানীয় জলের ২৫শতাংশ(৫০.২৫ এমএলডি)চাহিদা পূরণ করছে। এই জলে প্ৰয়োজন মিটছে মাত্ৰ ৩ লক্ষ গ্ৰাহকের। এই প্ৰতিবেদক তদন্ত চালানোর সময় শহরে পানীয় জল সরবরাহের শোচনীয় অবস্থা দেখতে পান। বর্তমানে গুয়াহাটি পুর নিগমের(জিএমসি)৩টি জল পরিশোধন প্ৰকল্প রয়েছে পানবাজার,সাতপুখুরি ও কামাখ্যায়। পানবাজার প্ৰকল্প থেকে ২২.৫০,সাতপুখুরি ১৫.৭৫ ও কামাখ্যা মাত্ৰ ৩ এমএলডি জল সরবরাহ করছে। এছাড়া জিএমসির ৮টি ডিপ টিউবওয়েল ১.৫০ এমএলডি জল সরবরাহ করছে। ডিপ টিউবওয়েল সহ জিএমসি প্ৰকল্পের মোট সরবরাহের ক্ষমতা ৭৪ এমএলডি। তবে তারা সরবরাহ করছে ৪২.৭৫ এমএলডি। জিএমসি ছাড়াও জিএমডিডব্লিউ অ্যান্ড এসবি(গুয়াহাটি মেট্ৰোপলিটান ড্ৰিঙ্কিং ওয়াটার অ্যান্ড সিউয়েরেজ বোর্ড)৭.৫০ এমএলডি জল সরবরাহ করছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের(পিএইচডি)চারটি প্ৰকল্প থেকে ২৩ এমএলডি-র বেশি জল সরবরাহ করা হচ্ছে। তবে পিএইচডি-র জল সাধারণ মানুষ পাচ্ছেন না। সরকারি কার্যালয়,বিশ্ববিদ্যালয়,মেডিক্যাল কলেজ ইত্যাদিতে জল সরবরাহ করছে তারা। মহানগরে জল সরবরাহের জন্য রাজ্য সরকার আরও ৪টি প্ৰকল্প হাতে নিয়েছে। তবে এগুলি কবে শেষ হবে তা কেউ জানে না।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com