চিকিৎসায় নোবেল পেলেন জেমস অ্যালিসন ও তাসুকু হনজো

চিকিৎসায় নোবেল পেলেন জেমস অ্যালিসন ও তাসুকু হনজো

স্টকহোমঃ মার্কিন যুক্তরাষ্ট্ৰের জেমস অ্যালিসন এবং জাপানের তাসুকু হনজো চিকিৎসার জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। ক্যান্সারের চিকিৎসায় পায়োনিয়ারিং থেরাপিটিক অ্যাপ্ৰোচের বিকাশ সাধনের স্বীকৃতি হিসেবে তাঁদের ওই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। মোদ্দা কথায় ক্যান্সারের চিকিৎসার এই দুই গবেষক রীতিমতো ‘বিপ্লব’ এনেছেন। গবেষণায় তাঁরা দেখিয়েছেন আমাদের ইমিউন কিভাবে টিউমার সেলসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ৰিয়ভাবে কাজ করতে পারে। সোমবার এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। অ্যালিসন আমেরিকার ইউনিভারসিটি অফ টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের অধ্যাপক। সমান্তরালভাবে হনজো জাপানের কয়টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দায়িত্বে রয়েছেন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com